এয়ারটেল বন্ধ সিম অফার ২০২৪ – বন্ধ সিমে মিনিট, ইন্টারনেট অফার

এয়ারটেল বন্ধ সিম অফার

আপনি যদি আপনার এয়ারটেল সিমটি পুনরায় ব্যবহার করতে চান বা পড়ে থাকা এয়ারটেল সিমটি যদি আবার নতুনভাবে চালু করতে চান। সে ক্ষেত্রে আপনি রিচার্জের মাধ্যমে বিভিন্ন অফার উপভোগ করতে পারবেন। যে অফার গুলো অন্যান্য সময়ে আপনি কখনই পাবেন না।

শুধুমাত্র বন্ধ সিমের জন্য যে অফার গুলো রয়েছে সেগুলো আপনি উপভোগ করতে পারবেন আপনার পড়ে থাকা সিমটি ওপেন করার পরে। তাই বন্ধ সিমের যে সমস্ত অফার গুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা এই আর্টিকেলে আলোচনা করেছি যাতে করে প্রতিটি মানুষই এই আলোচনা থেকে বন্ধ সিমের অফার গুলোর সম্পর্কে সঠিক তথ্য জানতে পারে।

বন্ধ সিমের অফার গুলোর মধ্যে রয়েছে ইন্টারনেট এসএমএস এবং মিনিট অফার আপনি এই তিন ধরনের অফার গুলো উপভোগ করতে পারবেন। তাই আর কথা না বাড়িয়ে জেনে নিন বন্ধ সিমের অফার গুলো সম্পর্কে।

Airtel Bondhu SIM Offer

  • ২৪ মিনিট + ২৪ এসএমএস ১৮ টাকা ৭ দিন ১ বার ব্যবহার যোগ্য
  • ৫৫ মিনিট + ৩০ এসএমএস ৩৪ টাকা ১৫ দিন ১ বার ব্যবহার যোগ্য
  • ৭৫ মিনিট + ৭৫ এসএমএস ৪৬ টাকা ৩০ দিন ১ বার ব্যবহার যোগ্য
  • ৫ জিবি + ৪৫ পয়সা/ মিনিট + ৪৫ এসএমএস ৪৪ টাকা ৩০ দিন ১ বার ব্যবহার যোগ্য
  • ৪ জিবি (৩ জিবি + ১ জিবি ৪জি) + ৪০ মিনিট ৪৩ টাকা ৩০ দিন ১ বার ব্যবহার যোগ্য
  • ৬ জিবি (৪ জিবি + ২ জিবি ৪জি) + ১০০ মিনিট ১০৯ টাকা ৩০ দিন একাধিক বার ব্যবহার যোগ্য
  • এয়ারটেল বন্ধ সিম অফার গুলো সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। তবে এই সমস্ত অফার গুলো পেতে আপনাকে অবশ্যই রিচার্জ করতে হবে। রিচার্জ ছাড়া আপনি অন্য কোন মাধ্যমে এই অফার গুলো কখনোই পাবেন না।

এয়ারটেল বন্ধ সিম অফার চেক কোড ২০২৩

অন্যান্য অফারগুলো নিতে যেমন কোড ব্যবহার করা হয় তেমনভাবে এয়ারটেল বন্ধ সিম অফার গুলোতে সেই কোড ব্যবহার করা হয় না। আপনি যদি এয়ারটেল বন্ধ সিমের অফার গুলো পেতে চান সেক্ষেত্রে আপনাকে রিচার্জ করতে হবে।

তবে আপনি যদি চান সেক্ষেত্রে বন্ধ সিমের অফার গুলো চেক করতে পারেন চেক কোড ডায়াল করে। *৯৯৯# এই ডায়াল কোডটিতে যদি আপনি ডায়াল করে থাকেন সে ক্ষেত্রে আপনি আপনার বন্ধ সিমের সকল অফার গুলো সম্পর্কে জানতে পারবেন।

তবে যে অফার গুলো আপনি লক্ষ্য করবেন সে অফার গুলো নিতে কোন ডায়াল কোড দেয়া হয় না। যার কারণে রিচার্জের মাধ্যমে আপনাকে এই প্রতিটি অফার গুলো নিতে হবে।

এয়ারটেল বন্ধ সিম অফার ৪৩ টাকা:

আপনি যদি আপনার পড়ে থাকা এয়ারটেল বন্ধ সিমে ৪৩ টাকা রিচার্জ করেন। সে ক্ষেত্রে আপনি একটি ধামাকা অফার উপভোগ করতে পারবেন। ৪৩ টাকা রিচার্জে বন্ধ সিমের যেই সমস্ত অফার গুলো রয়েছে সেগুলো নিচে প্রকাশ করা হলো।

৫ জিবি ইন্টারনেট
রিচার্জ মাত্র ৪৩ টাকা।
মেয়াদ ৩০ দিন।
৪৫ পয়সা/ মিনিট।
একবার গ্রহন যোগ্য।

৫৫ মিনিট + ৩০ এসএমএস:
আপনি যদি আপনার পড়ে থাকা এয়ারটেল সিমটিতে ৩৪ টাকা রিচার্জ করেন। এক্ষেত্রে সেক্ষেত্রে আপনি বন্ধ সিম হিসেবে যে অফার গুলো উপভোগ করতে পারবেন সেগুলো হল ৫৫ মিনিট এবং 30 টি এসএমএস।এই অফারটির মেয়াদ সর্বোচ্চ 15 দিন।

৭৫ মিনিট + ৭৫ এসএমএস:
বন্ধ সিমের জন্য আরেকটি আকর্ষণীয় অফার হলো এই অফারটি। আপনি যদি আপনার বন্ধ সিমটিতে ৪৬ টাকা রিচার্জ করেন সে ক্ষেত্রে আপনি ৪৫ মিনিট এবং তার সাথে 45 টি এসএমএস পাবেন। এ অফারটি সর্বোচ্চ ৩০ দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এবং সর্বোচ্চ ১ বার প্রযোজ্য এই অফারটি।

৪ জিবি (৩ জিবি + ১ জিবি ৪জি) + ৪০ মিনিট:
আপনি যদি বন্ধ সিমের অফার হিসেবে এসএমএস অফার না নিতে চান। সে ক্ষেত্রে আপনি এই অফারটি নিতে পারেন। আপনি শুধুমাত্র 43 টাকা রিচার্জে পেয়ে যাবেন।৪ জিবি (৩ জিবি + ১ জিবি ৪জি) + ৪০ মিনিট । যার মেয়াদ রয়েছে সর্বোচ্চ ৩০ দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *