ব্যবসা প্রতিষ্ঠানের আরবি নাম

আপনারা অনেকেই হয়তো কোন নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা করছে। তাই ব্যবসা শুরু করার সমস্ত কার্যক্রমের পাশাপাশি হয়তো ব্যবসা প্রতিষ্ঠানটি নাম নিয়েও চিন্তা করছেন। যে কেমন নাম আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে দেবেন। বা কোন নামটা আপনার ব্যবসা প্রতিষ্ঠানের সাথে মানাবে এই সম্পর্কিত আরো অনেক চিন্তা ভাবনা হয়তো আপনি করছেন। এছাড়াও অনেকেই ইসলামী নাম পছন্দ করে থাকেন যে নামটি তার ব্যবসা প্রতিষ্ঠানে দিতে পারে।
তাই আজকে আমরা বেশ কিছু ইসলামী নাম নিয়ে এসেছি আপনাদের মাঝে। যে নামগুলো আপনারা আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান কিংবা যেকোনো দোকানের সাথে মানান রেখেই রাখতে পারবেন। বর্তমানে বেশিরভাগ মানুষ ব্যবসা দিকে ঝুঁকছে যার কারণে ব্যবসার চাহিদা বাড়ছে এবং তার সাথে সঠিক পরিকল্পনাও উদ্ভব হচ্ছে। কেননা বর্তমান বাজারে চাকরির পরিস্থিতি এতটাই করুন। যাতে করে প্রতিটি মানুষই ব্যবসা করার চিন্তা ভাবনা করছে।
তাই নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান তৈরি হওয়ায় প্রয়োজন হয় একটি সুন্দর নাম। যে নামটি ব্যবসা প্রতিষ্ঠানে দেয়া যেতে পারে। তাই আপনাদের সুবিধার কথা ভেবেই আমরা বেশ কিছু ইসলামী নাম প্রকাশ করেছি এই আর্টিকেলে। অনেক মুসলমান আছে যারা ইসলামী নাম পছন্দ করে থাকে যার কারণে তাদের ব্যবসা প্রতিষ্ঠানেও একটি ইসলামী নামের প্রয়োজন হয়ে থাকে। তবে নামকরণ করতে বা একটি সুন্দর নাম খুঁজতে অনেক হয়রানি সম্মুখীন হতে হয় যার জন্য আপনাদের এই সমস্ত হয়রানি থেকে বাঁচতেই আমরা প্রকাশ করেছি বেশকিছু ইসলামি নাম।
যে নামগুলো আপনাদের সকলেরই খুবই পছন্দ হবে বলে মনে। এছাড়াও এই সমস্ত নামগুলো যদি কোন ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবহার করা হয়ে থাকে সেক্ষেত্রে আশেপাশের মানুষ কিংবা সারা দেশের মানুষ খুব সহজেই আপনার ব্যবসা প্রতিষ্ঠানটির সন্ধান বের করতে পারবে এবং সকলেই এ সমস্ত নামগুলো পছন্দ করবে বলে মনে করা যায়। তাই আর বেশি দেরি না করে এক্ষুনি জেনে নিন। বিভিন্ন রকম ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন রকম ইসলামী নাম।
ইসলামী ব্যবসার নাম:
সাধারণত ব্যবসা বিভিন্ন রকম হয়ে থাকে। যার কারণে বিভিন্ন রকম ব্যবসার সাথে মিল রেখেই ইসলামী নামকরণ করা হয়েছে। নিচে আমরা সব ধরনের ব্যবসার জন্যই পারফেক্ট কিছু নাম দিয়েছি। আপনারা এই সমস্ত নামগুলো আপনাদের নিজ নিজ ব্যবসা অনুযায়ী নির্বাচন করতে পারেন।
বিভিন্ন শপের নাম:
ইকরা শপ,আল হুদা শপ,মুসলিম শপ,ইসলামিক শপ,ইসলামিক জোন,হালাল শপ,ইসলামিক প্লেস,
লিভিং ইসলাম,হালাল প্লেসইসলামিক কর্নার,ইসলাম অল,ইসলাম এন্ড দ্যা
আম্পায়ার
সালাম জোন,হালাল কর্নার,দ্যা মুসলিম ওয়ে,সুলতান সব,আল-জুম্মা প্লেস,আমজাদ সব
আল-আরাফাহ সব,ইসলামিক হাট বাজার,হালাল কেনাকাটা,দ্যা মুসলিম পণ্য হাউস,ইকরা কেনাকাটা
এ সমস্ত ইসলামী নামগুলো আপনারা যে কোন দোকানের জন্য ব্যবহার করতে পারেন।যা আপনাদের দোকান গুলোর সৌন্দর্য আরো বাড়িয়ে দেবে এই সমস্ত ইসলামী নাম।
মুদির দোকানের ক্ষেত্রে ইসলামী নাম:
অনেকে আছেন যারা নতুন একটি মুদির দোকান দিয়েছেন বা দেবার কথা ভাবছেন তবে তার সাথে প্রয়োজন একটি নামে যে নামটি আপনি আপনার মুদির দোকানে ব্যবহার করতে পারবেন। তাই আপনার মুদির দোকান এর সাথে মিল রেখে বেশ কিছু নাম রয়েছে। যেগুলোর মধ্য থেকে আপনার পছন্দ অনুযায়ী একটি নাম বেছে নিতে পারেন।
- মুসলিম স্টোর
- বিসমিল্লাহ স্টোর
- আব্দুল্লাহ মুদি হাউস
- ইসলামিক সদাই ঘর
- দ্যা হালাল মুদি হাউস
- ইকরা স্টোর
- আল হুদা মার্ট
- তাবাসসুম মুদি দোকান
- ইকরা নিত্য সামগ্রী
- ইসলামিক মুদি প্লেস
- আল-কুদ্দুস মুদি মাল
- আর-রাজ্জাক নিত্য জিনিসপত্র
- আল- আরাফাহ মুদি কর্ণার
- হালাল সদাই
- ইকরা মার্ট
খাবারের দোকানের ইসলামী নাম:
- ফুড সব
- রয়েল ফুড
- আল-হেরা ফুড
- আল কাবাব
- দ্যা ইমাম ফুড
- আল – হুদা খাদ্য বিতান
- ক্যাফে সালমান
- ইসলামিক খাদ্য ভান্ডার
- হালাল খাদ্য বাড়ি
- ইসলামিক ফুড কর্নার
- বিসমিল্লাহ খাবার দাবার
- বারকাতুল্লাহ খাদ্য বিতান
- ক্যাফে ইসলামীক খাদ্য ভান্ডার
- আল-হেরা খানাপিনা
এখানে আপনারা যে সমস্ত নাম গুলো লক্ষ্য করলেন। এই নামগুলো যে কোন খাবারের দোকানে ব্যবহার করতে পারেন। খাবারের দোকানের সাথে মিল রেখে এই সমস্ত নামগুলো বিবেচনা করা হয়েছে।