Banking

বিকাশে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম ২০২৪ – অনলাইনে পল্লী বিদ্যুৎ বিল চেক করার নিয়ম

বিদ্যুৎ ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারব না। যার কারণে আমরা এই বিদ্যুৎ ব্যবহার করে থাকি এবং পল্লী বিদ্যুৎ সেবা আমাদের এই বিদ্যুৎ এর সকল নিয়ন্ত্রণ করে থাকে। প্রতি মাসে আমাদের ব্যবহারের উপর ভিত্তি করে আমরা কত মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহার করলাম তার ওপর নির্ভর করে একটি নির্দিষ্ট পরিমান বিল দেওয়া হয়।

এই বিল আমাদের নিকটস্থ পল্লী বিদ্যুৎ অফিসে গিয়ে জমাদান করতে হয়। কিন্তু তথ্য প্রযুক্তির উন্নতির কারণে এখন আপনি চাইলে ঘরে বসে থেকে এই বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারেন। কেননা জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সেবার গ্রাহকদের জন্য বিদ্যুৎ বিল পরিশোধের জন্য বিশেষ সুবিধা এনেছে। আজকে আমরা আপনাদের দেখাবো কিভাবে বিকাশে বিদ্যুৎ বিল দিতে হয় এবং অনলাইনে আপনি কিভাবে পল্লী বিদ্যুতের বিল চেক করবেন তার সম্পর্কে বিস্তারিত সকল তথ্য।

অনলাইনে পল্লী বিদ্যুৎ বিল চেক করার নিয়ম

বিকাশে বিল পরিশোধের পূর্বে আপনি অবশ্যই চাইবেন তা বিদ্যুৎ বিল চেক করতে। কেননা আপনি কি পরিমাণ বিদ্যুৎ বিল দিবেন তা সম্পর্কে জানা জরুরী এবং আপনি তো সেই পরিমাণ টাকা আপনার বিকাশ থেকে পেমেন্ট করবেন। অনলাইনের মাধ্যমে পল্লী বিদ্যুৎ বিল চেক করার নিয়ম তথ্য যা আপনি চাইলেই বিকাশের ইউএসএসডি কোড ডায়াল করে অথবা মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে সহজেই ঘরে বসে থেকে বিদ্যুৎ বিল চেক করতে পারবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক অনলাইনে পল্লী বিদ্যুৎ চেক করার নিয়ম।

বিকাশ অ্যাপের মাধ্যমে পল্লী বিদ্যুৎ বিল চেক করার নিয়ম

আপনি যদি স্মার্টফোন ব্যবহার করা হয়ে থাকে এবং আপনার মোবাইলে যদি বিকাশ মোবাইল অ্যাপ্লিকেশন থেকে থাকে তাহলে সহজেই এই অ্যাপটি ব্যবহার করে পল্লী বিদ্যুৎ বিল চেক করতে পারবেন।

  • প্রথমে আপনাকে আপনার মোবাইল নাম্বার ও পিন নম্বর প্রদান করে বিকাশ অ্যাপ্লিকেশনটি লগইন করতে হবে।
  • Pay Bill অপশনে ক্লিক করুন।
  • ইলেকট্রিসিটি প্রিপেইড ও পোস্টপেইড অপশন সিলেক্ট করুন আপনি যে ব্যবহার করে থাকেন তা নির্বাচন করতে হবে।
  • পরবর্তী ধাপে আপনার পল্লী বিদ্যুৎ বিলের নিচের অংশে যে নম্বর থাকে সেই নম্বরটি প্রদান করুন।
  • পরিশেষে আপনি আপনার বর্তমান মাসের বিল দেখতে পাবেন আপনি চাইলে এখান থেকে পূর্বে মাসের বিল দেখতে পারবেন।

ইউএসএসডি কোড ডায়াল করে পল্লী বিদ্যুৎ বিল চেক করার নিয়ম

আপনি যদি বিকাশ মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে না থাকেন তাহলে ইউএসএসডি কোড ডায়াল করে আপনার বর্তমান পল্লী বিদ্যুৎ বিল চেক করতে পারবেন।

  • প্রথমে আপনার মোবাইল থেকে *247# ডায়াল করুন।
  • 6 নাম্বার অপশন থেকে বিল পে ক্লিক করুন।
  • 2 নাম্বারে ইলেকট্রিসিটি পোষ্টপেইড অপশনে ক্লিক করুন।
  • তারপর 1 অপশন থেকে পল্লী বিদ্যুৎ সিলেক্ট করুন।
  • বিলের কাগজ থেকে SMS Bill A/C লিখুন।
  • mmyyy ফরমেটিভ বিলের মাস ও বছর উল্লেখ করুন। যেমন 2022 সালের জুন মাসের জন্য 062022।
  • বিকাশ পিন নম্বর প্রদান করুন।
  • পরিশেষে আপনি আপনার বিদ্যুৎ বিল দেখতে পাবেন।

বিকাশে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধের নিয়ম

এখন আর আপনাকে পল্লী বিদ্যুতের অফিসে গিয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে বিল পরিশোধ করতে হবে না। কেননা বিকাশ তার গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা এনেছে এখন আপনি মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করে ঘরে বসে থেকে পল্লী বিদ্যুতের বিল মুহূর্তের মধ্যে পরিশোধ করতে পারবেন। সাধারণত দুটি উপায়ে বিকাশে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করা সম্ভব একটি হলো ইউএসএসডি কোড অন্যটি হলো মোবাইল অ্যাপ্লিকেশন বিকাশ অ্যাপ ব্যবহার করে। আমরা এখানে দুইটি পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি যা আপনি অবশ্যই ব্যবহার করবেন।

ইউএসএসডি কোড ডায়াল করে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধের নিয়ম

  • মোবাইলে ডায়াল প্যাড এ গিয়ে *247# ডায়াল করুন।
  • যেহেতু আপনি পল্লী বিদ্যুৎ বিল দিবেন তাই Pay Bill অপশনে ক্লিক করুন।
  • 2 নাম্বার অপশন থেকে ইলেকট্রিসিটি পোষ্টপেইড অপশনটি নির্বাচন করুন।
  • 1 নম্বর অপশন থেকে পল্লী বিদ্যুৎ বিল অপশনটি নির্বাচন করুন।
  • Pay Bill Input A/C Number.
  • আপনার পল্লী বিদ্যুৎ বিলের ওপরের অংশে দেওয়া অ্যাকাউন্ট নম্বরটি যথাযথভাবে লিখুন।
  • বিলের মাস ও পরিমাণ লিখুন। যেমন 2022 সালের এপ্রিল মাসের বিল পরিশোধের জন্য 042022।
  • আপনার বিকাশ নাম্বারটি পিন নাম্বার লিখুন এবং পরিষদ অপশনে ক্লিক করুন।
  • আপনার বিল পরিশোধ হলে আপনাকে একটি কনফার্মেশন এসএমএস দেয়া হবে যেখানে আপনার ট্রানজেকশন নাম্বার দেওয়া হবে নাম্বারটি সংরক্ষণ করে রাখুন।

বিকাশ অ্যাপ ব্যবহার করে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধের নিয়ম

প্রথমেই আপনার বিকাশ মোবাইল অ্যাপ্লিকেশন টি ওপেন করুন যদি আপনার ফোনে এপ্লিকেশনটি ইন্সটল করা না থাকে তাহলে গুগল প্লে স্টোর থেকে তা এখন ইন্সটল করে নিন।

Screenshot-2022-03-19-at-8-45-15-AM

  • আপনার মোবাইল নাম্বার ও পিন নম্বর প্রদান করে বিকাশের এপ এ লগইন করুন।
  • Pay Bill মেনুতে ক্লিক করুন।
  • ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ অপশনটি নির্বাচন করুন।
  • এই পেজের নিচের অংশে পল্লী বিদ্যুৎ বিল পোষ্টপেইড নির্বাচন।
  • ডিজে মাসের বিল পরিশোধ করতে চান তা নির্বাচন করুন।
  • Tap to Continue অপশনে ক্লিক করুন।
  • আপনি আপনার জুন মাসের বিলের পরিমান দেখতে পারবেন।
  • আপনার বিকাশের পিন নাম্বার লিখুন এবং পরবর্তী ক্লিক করুন।
  • আপনার বিল পরিশোধ হলে একটি কনফারমেশন মেসেজ আসবে।

বিকাশে বিদ্যুৎ বিল ফ্রি চার্জ কত?

আপনি যদি পল্লীবিদুৎ অফিসে গিয়ে প্রতিবাদের বিল পরিশোধ করে তাহলে আপনার যে পরিমাণ বিল এসেছে তা আপনার বিলটি পরিশোধ হবে কিন্তু আপনি যদি বিল পরিশোধ করতে চায় তাহলে এক্ষেত্রে আপনাকে আলাদা চার্জ প্রযোজ্য।

আপনার বিদ্যুৎ বিল যদি এক টাকা থেকে 300 টাকার মধ্যে হয়ে থাকে তাহলে আপনাকে অতিরিক্ত 3 টাকা চার্জ প্রদান করতে হবে।

আপনার বিদ্যুৎ বিল যদি 301 থেকে 800 টাকার মধ্যে হয়ে থাকে তাহলে আপনাকে বিদ্যুৎ বিলের সাথে অতিরিক্ত 8 টাকা প্রদান করতে হবে।

বিদ্যুৎ বিল 801 থেকে পনেরশো টাকার মধ্যে থাকলে আপনাকে অতিরিক্ত 15 টাকা দিতে হবে।

বিদ্যুৎ বিল পনের টাকার বেশি হলে আপনার মোট বিলের 1% বিকাশ মোবাইল ব্যাংকিং সেবা আপনার থেকে কাটা হবে।

Tags

Related Articles

Back to top button
Close