Gadgets

বোম্বাই কবুতরের দাম ২০২৩ – লাল সাদা বোম্বাই কবুতরের দাম

আমরা যদি আমাদের আশেপাশে খেয়াল করে থাকি। সে ক্ষেত্রে অনেক কবুতর প্রেমি মানুষ দেখতে পায়। যারা বিভিন্ন জাতের বিভিন্ন কবুতর পালন করে থাকে। যা তাদের ভালোলাগা থেকে ভালবাসার পরিণত হয়েছি সমস্ত কবুতর। কবুতর লালন-পালন শখের হলেও এর দ্বারা ব্যবসা করা সম্ভব। এবং কবুতর পালন করে আপনি অনেক টাকা রোজগার করতে পারেন।

তবে এখন বর্তমানে বাংলাদেশে অনেক রকম কবুতরের জাত লক্ষ্য করা যায় যেগুলোর প্রায় রয়েছে একেক রকম জাত এবং এক এক রকম দাম। ভিন্ন জাতের কবুতরের জন্য ভিন্ন রকম দাম নির্ধারণ করা হয় এর ভেতরে যে সমস্ত কবুতরগুলো দেখতে সুন্দর এবং গঠনগত দিক থেকে সুসজ্জিত এই সমস্ত কবুতরগুলোর দাম সাধারণভাবেই বেশি হয়ে থাকে।

এছাড়াও বাইরে থেকেও বেশ কিছু কবিতর বাংলাদেশী মানুষরা পালন করে থাকে। যেমন বোম্বাই কবুতর। বোম্বাই কবুতর সাধারণত একটি ভারতের কবুতরের জাত যে জাতটি বাংলাদেশে ব্যাপকভাবে পরিচিত এবং রয়েছেও অনেক।

তাই আজকে আমরা এই বোম্বাই কবুতর সম্পর্কে আলোচনা করব। কেননা বর্তমানে এই কবুতরের দাম কিংবা এর জাত সম্পর্কে অনেকেই জানে না। যার কারণে প্রতিটি কবুতর প্রেমি মানুষদেরকে এই বোম্বাই কবুতরের জাত সম্পর্কে এবং তার দাম সম্পর্কে বিস্তারিত ধারণা দেয়ার জন্যই সাজানো হয়েছে আমাদের এই আর্টিকেলটি।

তাই আপনারা যারা এই বোম্বাই কবুতরের দাম কিংবা এ সম্পর্কে কিছুই জানেন না। তারা আমাদের এই আর্টিকেলটি পড়ে জেনে নিতে পারেন বোম্বাই কবুতর সম্পর্কিত প্রতিটি তথ্য।

বোম্বাই কবুতরের দাম

বোম্বাই কবুতরগুলো যদি আপনি কিনতে চান সেক্ষেত্রে আপনি বাচ্চা এবং সাধারণ বয়স্ক কবুতরগুলো কিনতে পারবেন। তবে বাচ্চা এবং বয়স্ক এই দুই ধরনের কবুতরের দাম দুই রকম। আপনি যদি শুধুমাত্র বয়স্ক কবুতরগুলো নিতে চান। তাহলে তার দাম পড়বে ১৫ হাজার থেকে ৩০ হাজার টাকার মধ্যে।

এছাড়া আপনি যদি বোম্বাই কবুতরের বাচ্চা কিনতে চান। তাহলে সেই বাচ্চার দাম ৫০০০ থেকে ১০ হাজার টাকার মধ্যে হয়ে থাকে। তাই আপনি এই নির্ধারিত বাজেটের উপরেই বোম্বাই যেকোনো জাতের কবুতরগুলো খুব সহজেই কিনতে পারবেন।

বোম্বাই কবুতরের জাত:

বোম্বাই থেকে বাংলাদেশের যে সমস্ত কবুতরগুলো আসে সেগুলোর সাধারণত দুটি জাত লক্ষ্য করা যায়। তবে এই জাতটাকে আলাদা হিসেবে ধরা হয় কবুতরের কালারের উপরে।

মুম্বাই কবুতরগুলো দুইটি কালার হয়ে থাকে। একটি সাদা আরেকটি লাল। এই দুইটি কালারের কারণে সাধারণত কবুতরগুলোকে জাত হিসেবে আলাদা করা হয়েছে। তবে শারীরিক গঠন এবং সৌন্দর্য অন্যান্য কবুতরের চাইতে অনেকটাই আকর্ষণীয়। যার কারণে বোম্বাই কবুতরগুলো প্রতিটি মানুষের কাছে বেশি পছন্দের।

বোম্বাই কবুতর চেনার উপায়:

আপনি যদি মনে করে থাকেন একটি বোম্বাই কবুতরের জাত কিনবেন। সেক্ষেত্রে আপনাকে আগে থেকেই এই কবুতরের জাত সম্পর্কে জেনে রাখতে হবে বা চিনতে হবে।

যদি আপনি সঠিকভাবে বোম্বাই কবুতরগুলো না চিনে থাকেন। সেক্ষেত্রে আপনি কবুতর কিনতে গিয়ে প্রতারণায় পড়তে পারেন। কেননা বোম্বাই কবুতরের নামে আরো অনেক জাতের কবুতর বিক্রি হয়ে থাকে। যার কারণে বোম্বাই কবুতর কেনার ইচ্ছা থাকলে আপনাকে আগে থেকেই এই কবুতরের সম্পর্কে জেনে রাখা জরুরী।

তাই যে সমস্ত বিষয়গুলো খেয়াল করে আপনি বোম্বাই কবুতর চিনতে পারবেন। তার বেশ কিছু পদ্ধতি আমরা নিচে প্রকাশ করছি। আকার: বোম্বাই প্রতিটি জাতের কবুতরি মাঝারি হয়ে থাকে। অন্যান্য কবুতরের মতন ছোট কিংবা তার থেকে বেশি বড় হয় না।

মাথা: বোম্বাই কবুতরের মাথা মাঝারি আকারের হয়ে থাকে। ঠোট স্বাভাবিক ভাবেই লম্বা। এবং চোখ লাল হয়ে থাকে। তবে সাদা বোম্বাই কবুতরগুলোর চোখ বেশিরভাগ ক্ষেত্রেই কালো লক্ষ্য করা যায়। চোখের উপরে ভুরু থাকে এবং মাথায় একটি বড় ঝুটি রয়েছে।

লেজ: বোম্বাই কবুতরগুলোর সুগঠিত লেজ। যার আকার প্রায় মাঝারি পর্যায়ের। কালার বা রং: বাংলাদেশে বোম্বাই কবুতরগুলো বেশিরভাগ সময়েই সাদা এবং লাল দেখা যায়। তবে এই বোম্বাই কবুতরগুলো সাধারণত কালো এবং হলুদ রঙেরও হয়ে থাকে। অন্যান্যঃ এদের গড় ওজন ৪৮০ থেকে ৫৮০ গ্রামের মতন। এবং গড় আয়ু ৭ থেকে ১০ বছর।

Related Articles

Back to top button
Close