চুয়াডাঙ্গা টু পোড়াদহ ট্রেনের সময়সূচী ও টিকিট ভাড়া

আপনার হয়তো অনেকেই চুয়াডাঙা থেকে পড়া দেওয়া ট্রেনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তবে আমি বলব আপনারা একজন সঠিক একটি সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশের সকল যানবাহনের চেয়ে শুধুমাত্র ট্রেনই আপনাকে দিতে পারে একটি মানসম্মত জার্নি। কেননা বর্তমানে ট্রেন অনেক আধুনিক এবং নতুন আঙ্গিকে পরিচালনা করা হচ্ছে। যার কারণে এ দেশের মানুষ জন ট্রেন জার্নি করে অনেকটা সুবিধা ভোগ করতে পারে।
আপনি বাংলাদেশের প্রতিটি রুটেই কমবেশি ট্রেন চলাচল লক্ষ্য করবেন। যে ট্রেনগুলোর মাধ্যমে এ দেশের সাধারণ জনগণ ঝুঁকিহীন এবং সাশ্রয়ী জার্নি করতে পারে। তাই সেভাবেই চুয়াডাঙ্গা থেকে পোড়াদহ রুটেও কিছু আন্তঃনগর এবং মেইল এক্সপ্রেস ট্রেন চলাচল করে। যেগুলো বেশ উন্নত মানের ট্রেন হিসেবে পরিচিত। বর্তমানে বাংলাদেশের সব ট্রেনের চাইতে আন্তঃনগর ট্রেনগুলোতে আপনি বেশি সুবিধা ভোগ করতে পারবেন। যেই সুবিধা গুলো প্রায় অন্যান্য ট্রেনে কোনটা তেই পাবেন না।
আন্তঃনগর ট্রেনগুলোতে জার্নির ফলে আপনি অনেক স্মুথ একটি জার্নি উপভোগ করতে পারবেন। জার্নির পথে আপনার ঘুমানোর সুবিধা রয়েছে। আপনি ইচ্ছে করলেই আন্তঃনগর ট্রেনগুলোতে ঘুমাতে পারবেন। এছাড়াও খাবার এবং নামাজের সুব্যবস্থা রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি জার্নিটা সুষ্ঠুভাবে করতে পারবেন।
এছাড়াও যে মেইল এক্সপ্রেস ট্রেনগুলো এই রুটে চলাচল করে। এই মেইল এক্সপ্রেস ট্রেনগুলো অনেক গতি সম্পন্ন ইঞ্জিন দ্বারা পরিচালনা করা হয়। যার কারণে ট্রেন যাত্রীরা নির্দিষ্ট সময় অনুযায়ী তাদের গন্তব্যে পৌঁছাতে পারে। তাই আর দেরি না করে এখনি জেনে নিন। চুয়াডাঙ্গা থেকে পোড়াদহ রুটের ট্রেনগুলোর সময়সূচী এবং টিকিট ভাড়া তালিকা সম্পর্কে।
চুয়াডাঙ্গা টু পোড়াদহ ট্রেনের সময়সূচী
(আন্তঃনগর)
ট্রেনের নাম কপোতাক্ষ এক্সপ্রেস (৭১৫)
চুয়াডাঙ্গা থেকে ছাড়ে :০৮:৫৯ সময়
পোড়াদহ পৌঁছায় :০৯:৩৭ সময়
ছুটির দিন: মঙ্গলবার
ট্রেনের নাম সুন্দরবন এক্সপ্রেস (৭২৫)
চুয়াডাঙ্গা থেকে ছাড়ে :০০:৫৩ সময়
পোড়াদহ পৌঁছায় :০১:৩২ সময়
ছুটির দিন: মঙ্গলবার
ট্রেনের নাম রূপসা এক্সপ্রেস (৭২৭)
চুয়াডাঙ্গা থেকে ছাড়ে :০৯:৪৪ সময়
পোড়াদহ পৌঁছায় :১০:২২ সময়
ছুটির দিন: বৃহস্পতিবার
ট্রেনের নাম সীমান্ত এক্সপ্রেস ছাড়ছো (৭৪৭)
চুয়াডাঙ্গা থেকে ছাড়ে :২৩:৫৩ সময়
পোড়াদহ পৌঁছায় :০০:৩১ সময়
ছুটির দিন; সোমবার
ট্রেনের নাম সাগরদাঁড়ি এক্সপ্রেস ৭৬১
চুয়াডাঙ্গা থেকে ছাড়ে :১৮:৪৫ সময়
পোড়াদহ পৌঁছায় :১৯:৩৩ সময়
ছুটির দিন: সোমবার
আপনার এখানে যেই ট্রেনগুলো লক্ষ্য করলেন। এই ট্রেনগুলো এই নির্দিষ্ট সময় অনুযায়ী চুয়াডাঙ্গা থেকে পোড়াদহ রুটে যাতায়াত করে থাকে। যার কারণে ট্রেন যাত্রীদের কোনরকম অসুবিধা পড়তে হয় না। নির্দিষ্ট সময় অনুযায়ী যাত্রীরা স্টেশনে উপস্থিত হলেই ট্রেনগুলো ধরতে পারে। তাই আপনি যদি এই ট্রেনগুলোর মাধ্যমে পোড়াদহ যেতে চান। তাহলে আপনাকে এই সময় গুলো ভালোভাবে জেনে রাখতে হবে।
চুয়াডাঙ্গা টু পোড়াদহ ট্রেনের সময়সূচী:
(মেইল এক্সপ্রেস)
ট্রেনের নাম মহানন্দা এক্সপ্রেস (১৫)
চুয়াডাঙ্গা থেকে ছাড়ে :১৫:২৯ সময়
পোড়াদহ পৌঁছায় :১৬:২৪ সময়
ছুটির দিন: নাই
ট্রেনের নাম রকেট এক্সপ্রেস (২৩)
চুয়াডাঙ্গা থেকে ছাড়ে: ১৪:১৬ সময়
পোড়াদহ পৌঁছায় :১৫:১০ সময়
ছুটির দিন: নাই
এই মেইল এক্সপ্রেস ট্রেনগুলো যেই সময় আপনারা লক্ষ্য করলেন এই সময় অনুযায়ী ট্রেনগুলো চলাচল করে। তাই আপনাকে এই ট্রেনগুলোর সময় ভালোভাবে মনে রাখতে হবে যদি আপনি এই ট্রেনগুলোর মাধ্যমে পোড়াদহ যেতে চান।
চুয়াডাঙ্গা টু পোড়াদহ ট্রেনের টিকিট ভাড়ার তালিকা:
চুয়াডাঙ্গা থেকে পোড়াদহ ট্রেনে যেতে আপনাকে খুব একটা বেশি ভাড়া দিতে হবে না কেননা ট্রেন এমনিতে কম টাকা ভাড়া নিয়ে থাকে।আপনার হয়তো সকলেই জানেন একটি ট্রেনে অনেক রকম কেবিন বিভাগ থাকে যেগুলোতে ভিন্ন ভিন্ন থাকা ভাড়া দিয়ে যেতে পারবেন। তো এই ট্রেনগুলো সব থেকে নিম্ন বিভাগ হিসেবে শোভন বিভাগটাই পরিচিত তাই আপনি যদি এই শোভন বিভাগ থেকে ট্রেন জার্নি করতে চান তাহলে আপনাকে দিতে হবে ৪৫ টাকা।
এবং আপনি যদি এই ট্রেনগুলো সর্বোচ্চ সুবিধা ভোগ করতে চান। তাহলে আপনাকে এসি বার্থ বিভাগ বেছে নিতে হবে। এবং তার বিনিময়ে আপনাকে দিতে হবে ১৩০ টাকা ভাড়া