How to

মূল বেতন বের করার নিয়ম ২০২৩ – অনলাইনে বেসিক স্যালারি বের করুন

একজন চাকরিজীবী হিসেবে মূল বেতন আপনার মনে নাও থাকতে পারে। এতে করে আপনি অনেক ক্ষেত্রে বিভিন্ন দিদার সম্মুখীন হতে পারেন। তবে আপনাদের জন্য সুখবর হলো বর্তমানে তথ্য প্রযুক্তির ছোঁয়ায় সকল চাকরি বিষয়ক তথ্য সাধারণত অনলাইন ডাটাবেজে সংরক্ষিত রাখা হচ্ছে।

ফলে আপনি যে কোন সময় চাইলে অনলাইনে বেসিক বেতন চেক করে নিতে পারেন। বর্তমানে অনলাইনে বেসিক সেলারি চেক করার জন্য একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে যেখানে আপনি পে ফিক্সেশন ওয়েবসাইটে গিয়ে চলমান বেতন ইনক্রিমেন্ট কপি করলে মূল বেতন দেখতে পারবেন।

তবে দুঃখের বিষয় অনেক ব্যক্তি রয়েছে যারা চাকরি করা সত্ত্বেও তাদের মূল বেতন বের করার নিয়ম সম্পর্কে জানেন না। ঐ সকল ব্যক্তিদের সাহায্য করার উদ্দেশ্যে আমরা এখানে বিস্তারিত সকল তথ্য উপস্থাপন করেছে যেগুলোর মাধ্যমে আপনি অনলাইনের মাধ্যমে মূল বেতন বের করতে পারবেন। সুতরাং আপনি অবশ্যই আমাদের পুরো আর্টিকেলটি পড়বেন এবং আপনার বুদ্ধ পূর্ণ তথ্যটি সংগ্রহ করবেন।

অনলাইনে মূল বেতন চেক করার নিয়ম

বাংলাদেশ ডিজিটাল হওয়ার কারণে তথ্যপ্রযুক্তিতে অনেক বেশি এগিয়ে গেছে যার কারণে বাংলাদেশের সরকারি-বেসরকারি প্রতিটি ক্ষেত্রে ইন্টারনেটের ছোঁয়া লেগেছে। আপনি চাইলে অনলাইনে আপনার মূল বেতন চেক করতে পারবেন তবে এক্ষেত্রে আপনাকে বিশেষ নির্দেশনা অনুসরণ করতে হবে যা আপনার বেতন বের করে দিতে সহায়তা প্রদান করবে।

আপনাদের সাহায্য করার উদ্দেশ্যে আমরা নিচের অংশের বিস্তারিত তথ্য উপস্থাপন করেছি যেগুলো ব্যবহার করার মাধ্যমে আপনি আপনার গুরুত্বপূর্ণ তথ্যটি বের করতে পারবেন।

Go to Pay Fixation > পরবর্তী ধাপ> আমি প্রিন্ট নিয়েছি, পড়েছি এবং বুঝেছি তে টিক দিতে হবে > পরবর্তী> ইনক্রিমেন্ট > হ্যাঁ> বেসামরিক> NID Number, Verification No। , Capcha Entry> Login> OK > Verification Code> 5352> Validate> ইনক্রিমেন্ট তারিখ সিলেক্ট > Click GO> Increment Sheet> Go bellow to See Basic (মূল বেতন দেখুন)। Pay Fixation 2022

ভেরিফিকেশন নাম্বার

সর্বপ্রথম পেয়ে ফিকশনাল ভেরিফিকেশন নাম্বার প্রদান করা হয় যা হিসাব রক্ষণ অফিস আপনার প্রদত্ত তথ্য ভেরিফাই করে ভেরিফিকেশন নম্বর পৌঁছে দেবে। হাতে লিখা হয় আপনি রিকভার করতে পারবেন। সুতরাং এসব নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই।

Increment Check বার্ষিক বেতন বৃদ্ধির কপি বের করার নিয়ম ২০২২

আপনারা যারা ইনক্রিমেন্ট চেক করতে আগ্রহী তারা আমাদের বার্ষিক বেতন বৃদ্ধির কবে বের করার জন্য নিচের নির্দেশনা মেনে চলতে পারেন।

Screenshot-2022-06-14-at-7-58-33-PM

  • ইনক্রিমেন্ট লক্ষ্যে প্রথমে আপনাকে www।payfixation।gov।bd এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
  • পরবর্তী ধাপে আপনি সকল বিধিনিষেধ সম্মতিসূচক ক্লিক করুন।
  • ইনক্রিমেন্ট অপশনে ক্লিক করুন।
  • বেসামরিক নির্বাচন করে পরবর্তী ধাপে যান।
  • জাতীয় পরিচয় পত্র নম্বর প্রদান করুন।
  • ভেরিফিকেশন নাম্বার এটি 2015 সালের পে ফিক্সেশন ভেরিফিকেশন নাম্বার সার্ভিস বা পূর্ববর্তী ইনক্রিমেন্ট রয়েছে।
  • ক্যাপচা কোড যথাযথভাবে প্রদান করুন।
  • লগইন অপশন এ ক্লিক করুন।
  • ভেরিফিকেশন কোড হিসেবে আপনার মোবাইল নাম্বারে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড পেরন করা হবে তা যথাযথভাবে লিখুন।
  • আপনি যে বছরে ইনক্রিমেন্ট বের করতে চান তা নির্বাচন করুন।
  • পরবর্তী ধাপে ক্লিক করলেই আপনার সামনে সকল তথ্য গুলো প্রদর্শিত হবে।
  • অপশনে ক্লিক করে আপনার তথ্যটি কপি করে নিন।

ভেরিফিকেশন নম্বর হারিয়ে গেলে খুঁজে পাবার উপায়

কোন কারনে যদি আপনার ভেরিফিকেশন নম্বর হারিয়ে যায় এক্ষেত্রে নিরাশ হওয়ার কোনো কারণ নেই। একটি জিনিস সংরক্ষণ করে রাখা অনেকটাই কঠিন যার কারণে ভেরভেরির নম্বরটি ভুলে গেলে অথবা তথ্যটি হারিয়ে গেলে নিচের নির্দেশনা অনুসরন করে খুব সহজেই আপনি তা বের করতে পারবেন।

অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করার মাধ্যমে আপনি সহজেই আপনার পার্সোনাল সকল তথ্য গুলো যদি যথাযথ ভাবে উপস্থাপন করেন এবং ফরগট অপশনে ক্লিক করেন তাহলে আপনার মোবাইল নাম্বারে নতুন করে ভেরিফিকেশন করার জন্য আবেদন সম্পন্ন হবে। ঠিক এভাবে আপনি আপনার ভেরিফিকেশন নাম্বার হারিয়ে গেলে সহজে খুজে পাবেন।

Related Articles

Back to top button
Close