অরিজিনাল হেডফোন চেনার উপায় স্যামসাং, নোকিয়ার অরিজিনাল হেডফোন
মোবাইল ফোন হোক অথবা কম্পিউটার যেকোনো ডিভাইস ব্যবহার করার ক্ষেত্রে আপনার যে আলাদা সংযোজন দরকার হয় তার মধ্যে অন্যতম হেডফোন। হেডফোনের সাহায্যে আমরা বিভিন্ন ধরনের কাজ করে থাকে ফোনে কথা বলা থেকে শুরু করে গান শোনা ইত্যাদি কাজে হেডফোনের ব্যবহারে অপরিসীম।
সাধারণত আমরা যখন ফোন কিনে থাকি তখন ফোনের বক্স এর মধ্যেই একটি হেডফোন দেওয়া হয়ে থাকে। তবে অনেক মোবাইল কোম্পানি রয়েছে যারা সাধারণত হেডফোন দেয় না যেমন শাওমি রিয়েল যে কোন মডেলের ফোনের সাথে হেডফোন যুক্ত করে না।
আমাদের মধ্যে অনেকের কাছে ব্র্যান্ডেড হেডফোন ব্যবহার করা এক ধরনের শখ। কেননা এই হেডফোন ব্যবহার করলে আপনি যতটা স্বচ্ছ কথা বলতে পারবেন ঠিক ততটাই শুনতে পারবেন। ভালো ব্র্যান্ডের অরিজিনাল হেডফোন দিয়ে গান শোনার মজাটাই আলাদা সাধারণত বাজারে কিনতে পাওয়া যায়। এরকম মজাদার হেডফোন রয়েছে কিন্তু আপনাকে চিনতে হবে অরিজিনাল হেডফোন কোনটি।
বাজারে এখন অনেক নকল হেডফোন বের হচ্ছে বিশেষ করে নকিয়া স্যামসং এর হেডফোন বাজারের অহরহ পাওয়া যাচ্ছে। এ অবস্থায় আপনার অরজিনাল হেডফোন চেনা অত্যন্ত জরুরী। আজকে আমরা আপনাদের পরিচয় করিয়ে দেব এমন কয়েকটি পদ্ধতি অনুসরণ করলে আপনি অবশ্যই অরিজিনাল হেডফোন চিনতে পারবেন।
অরিজিনাল হেডফোন চেনার উপায়
আমরা অনেকেই হেডফোনের সাথে পরিচিত কিন্তু বাজারে এখন নকল হেডফোনের ছড়াছড়ি এ অবস্থায় কোনটি আসল আর কোনটা নকল তা সম্পর্কে আমাদের দ্বিধা থেকে যায় নকলের ভিড়ে এখন আমাদের উচিত অরিজিনাল হেডফোন ব্যবহার করা কেননা ইহা আপনি এত সহজে ব্যবহার করতে পারবেন যা সাধারণত একটি নকল হেডফোনে ব্যবহার করা সম্ভব নয়।
দাম
অরিজিনাল হেডফোন চেনার সবচেয়ে সহজ মাধ্যম হল দাম সাধারণত নোকিয়া স্যামসাং মোবাইল কোম্পানি তাদের সাথেই হেডফোন প্রকাশ করে থাকে। কিন্তু অনেক সময় অনেকেই এই হেডফোন আলাদাভাবে সংগ্রহ করতে চাই এ অবস্থায় আপনি যদি দেখেন কোন বিক্রেতা কম দামে নকিয়া স্যামসং এর হেডফোন বিক্রির বিজ্ঞাপন দিচ্ছে তাহলে বুঝতে পারবেন যে অবশ্যই হেডফোনটি অরজিনাল নয়।
কেননা নোকিয়া হেডফোনের এই ব্র্যান্ডের হেডফোনগুলোর দাম অনেক বেশি তাই সস্তায় হেডফোন কিনতে গিয়ে নকল হেডফোন কেনার সম্ভাবনা থেকে যায়। তাই আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ এই যে অরিজিনাল হেডফোন চেনার ক্ষেত্রে অবদানের দেখতে বিবেচনা করবেন।
সাউন্ড কোয়ালিটি
অরিজিনাল হেডফোন চেনার ক্ষেত্রে সাউন্ড কোয়ালিটি বিরাট ভূমিকা পালন করে। কোন দোকান থেকে হেডফোন কেনার ক্ষেত্রে প্রথমেই আপনি অবশ্যই আপনার ফোনের সাথে হেডফোন সংযোগ করে তার সাউন্ড কোয়ালিটি যাচাই করবেন। এক্ষেত্রে আপনি অবশ্যই ভালো কোয়ালিটির অডিও অথবা ভিডিও প্লে করে দেখতে পারেন। স্যামসাং নোকিয়া অরিজিনাল হেডফোন সবচেয়ে বেশি সাউন্ড কোয়ালিটি দিবে বিশেষ করে বেজ গিটার ইত্যাদি সকল বেস্ট পারফরম্যান্স আপনি পাবেন।
লোগো
বর্তমানে সবকিছুর নকল করা সম্ভব স্যামসাং নোকিয়া থেকে শুরু করে অন্যান্য সকল ব্যান্ডের যেকোনো পণ্য অতি সহজেই ক্লোন করা সম্ভব। অরিজিনাল হেডফোন কেনার ক্ষেত্রে আপনি অবশ্যই স্যামসাংয়ের যে অফিশিয়াল লোগো রয়েছে অথবা নকিয়া অফিশিয়াল লোগো রয়েছে তা দেখে কিনবেন।
স্যামসাং অরিজিনাল হেডফোন
হেডফোন কেনার ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি স্যামসাংয়ের প্রতিকূলতার কারণে মোবাইল কোম্পানির হেডফোন গুলো সবচেয়ে বেশি উন্নত মানের হয় এবং সাউন্ড কোয়ালিটি অত্যন্ত সুমধুর এখন প্রশ্ন হচ্ছে বাজারে স্যামসাংয়ের ক্লোন হেডফোনের থেকে কিভাবে অরিজিনাল হেডফোন চিনব।
এর ক্ষেত্রে আপনাকে বিশেষ কিছু দিক লক্ষ্য রাখতে হবে। যদি আপনি স্যামসাং এর হেডফোন কিনতে চান তাহলে অবশ্যই তার দাম 500 টাকার ওপরে হবে। ফোন কেনার পূর্বে অবশ্যই আপনার ফোনের সাথে হেডফোন টি যুক্ত করবেন এবং ফোনের অডিও ভিডিও প্লে করে ফোনের সাউন্ড কোয়ালিটি যাচাই করে তবে হেডফোন ক্রয় করবেন। যদি দেখেন সাউন্ড কোয়ালিটি উন্নত মানের তাহলে বুঝবেন আপনি স্যামসাং অরিজিনাল হেডফোন পেয়েছেন।