How to

নিজের নামে রিংটোন বানানোর নিয়ম ২০২৩ | নিজের নামে রিংটোন ডাউনলোড করুন

আমাদের প্রত্যেকের কাছে একটি মোবাইল ফোন রয়েছে যে মোবাইল ফোনে কোন ইনকামিং কল আসলে বিভিন্ন ধরনের রিংটোন বাজে। ফিজার ফোনগুলোতে শুধুমাত্র মোবাইল কোম্পানিগুলোর ডিফল্ট রিংটোন গুলো ব্যবহার করার সুযোগ থাকে তবে স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য বিভিন্ন অপশন থাকে যেখানে আপনারা চাইলে বিভিন্ন ধরনের মিউজিক গানের অংশ ইত্যাদি ব্যবহার করতে পারেন।

কিন্তু আমাদের মাঝে অনেকেই রয়েছেন যারা এধরনের মিউজিক বা গানের অংশ তাদের মোবাইলের রিংটোন হিসেবে ব্যবহার করতে স্বাচ্ছন্দ্যবোধ করে না। তাদের একমাত্র শখ নিজের নামে রিংটোন বানাতে। অনেকেই তথ্য প্রযুক্তি সম্পর্কে অনেকটাই দূরে যার কারণে তারা ইন্টারনেটে সার্চ করছেন কিভাবে নিজের নামে রিংটোন বানানো যায় এ সম্পর্কে।

আপনি যদি আপনার নিজের নামে রিংটোন বানাতে চান তাহলে আপনার জন্য আমরা বলতে চাই আজকের এই আর্টিকেলটি বিশেষভাবে লিখা হয়েছে। এখানে আমরা আপনাদের উদ্দেশ্যে বেশ কিছু সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দেবো যে সফটওয়্যার ওয়েবসাইটে প্রবেশ করে আপনি নিজের নামেই খুব সহজে রিংটোন বের করতে পারবেন এবং তা ডাউনলোড করতে পারবেন।

নিজের নামে রিংটোন বানানোর সফটওয়্যার

আপনি যদি নিজের নামে আপনার মোবাইলের রিংটোন বানাতে উৎসাহী হয়ে থাকেন তাহলে আলোচনাতে অংশে আমরা আপনাদের জন্য বেশ কয়েকটি সফটওয়্যার এর সাথে পরিচয় করিয়ে দেব। এ সফটওয়্যার ব্যাবহার করে আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে খুব সহজেই নিজের পছন্দমত যেকোনো ধরনের রিংটোন বানাতে পারবেন। সুতরাং আমাদের নির্দেশনা মেনে চলুন এবং নিজের নামে রিংটোন বানানোর চেষ্টা করুন।

Screenshot-2022-06-04-at-8-38-57-PM

FDMR 

এফডিএমআর নামের একটি সফটওয়্যার রয়েছে সপ্তাহের সাধারণত রিংটোন মেকার হিসেবে নামে পরিচিত। আপনারা যারা স্মার্টফোন ব্যবহারকারী রয়েছেন তারা হয়তো এই অ্যাপ্লিকেশন সম্পর্কে ইতিমধ্যে জেনে থাকবেন। রিংটোন মেকিং এর জন্য সারা বিশ্বব্যাপী সবচেয়ে বেশি জনপ্রিয় এই অ্যাপ্লিকেশনটি যেকোন স্মার্টফোনে ব্যবহার করা সম্ভব।

আপনার মোবাইলে যদি এই অ্যাপ্লিকেশনটি না থেকে থাকে তাহলে এখনি গুগলের সার্চ করে এফডিএমআর লিখুন এবং আপনার প্রথমে যে পেজটি আসবে সেখানে ক্লিক করুন। যথাযথ নিয়ম অনুসরণ করে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করুন।

  • আপনার সদ্য ডাউনলোড করা রিংটোন মেকিং সফটওয়্যার টি ওপেন করুন।
  • আপনার সামনে সামনে বিভিন্ন ধরনের মিউজিক শোনানো হবে উক্ত মিউজিক হতে আপনার পছন্দ মত যে কোন একটি মিউজিক বেছে নিন।
  • পরবর্তী ধাপে আপনি কত সেকেন্ডে রিংটোন তৈরি করতে চান তা নির্বাচন করুন। এফডিএমআর এমন একটি সফটওয়্যার যেখানে আপনি বাংলা ভাষাতে রিংটোন তৈরি করতে পারবেন তাই রিংটোন তৈরি করার ক্ষেত্রে অবশ্যই 30 সেকেন্ড নির্বাচন করবেন।
  • পরবর্তীতে আপনি যে নামে রিংটোন তৈরি করতে চান সে নামটি ফাঁকা স্থানে লিখুন।
  • সাবমিট করা মাত্রই আপনার রিংটোন তৈরি হতে এক মিনিটের বেশি সময় লাগবে।
  • অবশেষে আপনার রিংটোন টি আপনার মেমোরি কার্ডে ডাউনলোড করে নিন এবং তা আপনার কলার রিংটোন হিসেবে ব্যবহার করুন।

মেয়ে কন্ঠে নিজের নামে রিংটোন বানান

আপনারা যারা মোবাইলের রিংটোন হিসেবে মেয়েদের কন্ঠে রিংটোন তৈরি করতে চান তাদের জন্য বিশেষ নির্দেশনা এইযে এফডিআর সফটওয়্যার ডাউনলোড করার পর আপনি উক্ত অপশনে ছেলে নাকি মেয়ে ভয়েস রিংটোন তৈরি করবেন তার একটি অপশন আসবে। অর্থাৎ রিংটোন তৈরি করার পূর্বে অবশ্যই মেয়ে কন্ঠে নিজের নামে রিংটোন তৈরি করার ক্ষেত্রে বা ফিমেল ভয়েস নির্বাচন করুন। এতে করে আপনার নামের রিংটোন টি মেয়ের কন্ঠে তৈরি হয়ে যাবে এবং আপনি তা ডাউনলোড করে নিতে পারবেন।

বাংলা নিজের নামে রিংটোন

একজন বাংলাদেশী হিসেবে আপনার দায়িত্ব বাংলা ভাষাতেই ফোনের রিংটোন টিক ব্যবহার করার এতে করে আপনার রিংটোন যারা শুনবে তারা অনেক বেশি খুশি হবে এবং তা শ্রুতিমধুর হবে। বাংলাদেশি বেশ কিছু ওয়েবসাইট রয়েছে যে সকল ওয়েবসাইটে বাংলা গান অথবা মিউজিকের সাথে নিজের নামে রিংটোন তৈরি করার সুযোগ দেওয়া হচ্ছে আপনি এসকল ওয়েবসাইটে চাইলে প্রবেশ করে যথাযথ তথ্য উপস্থাপন করে নিজের ভাষাতেই রিংটোন তৈরি করতে পারবেন।

পরিশেষে আমরা আপনাদের জানাতে চাই যে আমরা ওপরের অংশে বেশকিছু ওয়েবসাইটের নাম উল্লেখ করেছে যে সকল ওয়েবসাইটে আপনি বাংলা নিজের নামে রিংটোন এর পাশাপাশি ইংরেজিতে নিজের নামে রিংটোন তৈরি করার সুযোগ পাচ্ছেন। সুতরাং আপনার এই সুবর্ণ সুযোগ ব্যবহার করুন এবং আপনার পছন্দমত যেকোনো ধরনের রিংটোন তৈরি করুন।

Related Articles

Back to top button
Close