- গ্রামীণফোন ব্যবহারকারীরা তাদের ইন্টারনেট ব্যালেন্স চেক করতে পারেন নিম্নলিখিত কোড দিয়ে:
চেক করতে ডায়াল করুন: *121*1*4#
গ্রামীন এমবি চেক কোড হচ্ছে –*121*1*4#
গ্রামীন ইন্টারনেট ব্যালেন্স মোবাইল অ্যাপের মাধ্যমে দেখতে আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে MY GP এই অ্যাপটি প্রয়োজনীয় তথ্য দিয়ে আপনার মোবাইল ফোনে ইন্সটল করে একটিভ করে নিন।
তাহলে খুব সহজেই গ্রামীন সিম সম্পর্কিত internet balance থেকে শুরু করে সব ধরনের অফার সবকিছুই জানতে এবং দেখতে পাবেন।
২. বাংলালিংক (BL)
বাংলালিংক ব্যবহারকারীরা ইন্টারনেট ব্যালেন্স জানতে পারেন নিচের কোড দিয়ে:
চেক করতে ডায়াল করুন: *5000*500# অথবা *121*1#
বাংলালিংক এমবি চেক করার কোড হচ্ছে- *5000*500# অথবা *121*1#
এছাড়াও বাংলালিংক ইন্টারনেট ব্যালেন্স এবং বাংলালিংক সম্পর্কিত আরো সকল অফার এবং তথ্য পেতে মোবাইল অ্যাপ্লিকেশনের সাহায্য নিতে পারবেন।
গুগল প্লে স্টোরে গিয়ে MY BL লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে banglalink এর অফিশিয়াল এপ্লিকেশনটি আপনার সামনে চলে আসবে ।অ্যাপ্লিকেশনটি ইন্সটল করে প্রয়োজনের তথ্য দিয়ে একটিভ করে আপনি সকল ফিচার গুলি ব্যবহার করতে পারবেন।
৩. রবি (Robi)
রবি সিম ব্যবহারকারীরা তাদের ইন্টারনেট ব্যালেন্স চেক করতে পারবেন:
রবির এমবি চেক করার জন্য আপনাকে ডায়াল করতে হবে এই কোডটি – *3# এবং *8444*88#
এছাড়াও রবির ইন্টারনেট ব্যালেন্স সম্পর্কে মোবাইল অ্যাপ দিয়ে দেখার জন্য আপনাকে গুগল প্লে স্টোরে গিয়ে মাই রবি লিখে এই অ্যাপটি আপনার মোবাইল ফোনে ইন্সটল এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে একটিভ করে নিলে খুব সহজে আপনি আপনার মোবাইল থেকে অ্যাপ্লিকেশন এর মাধ্যমে খুব সহজেই রবির ব্যালেন্স থেকে শুরু করে ইন্টারনেট এমবি সব ধরনের ব্যালেন্স আপনি জানতে এবং দেখতে পাবেন।
চেক করতে ডায়াল করুন: *3# এবং *8444*88# (উল্লেখিত দুইটি কোডের যেকোনো একটি ব্যবহার করে রবি সিম এর ইন্টারনেট ব্যালেন্স চেক করতে পারবেন।
৪. টেলিটক (Teletalk)
টেলিটক ব্যবহারকারীরা সহজেই ইন্টারনেট ব্যালেন্স চেক করতে পারেন:
চেক করতে ডায়াল করুন: *152#
র্তমানে টেলিটকের Gen-Z সিম টি বাংলাদেশে অ্যাভেলেবল হওয়ার ফলে অনেক ইউজার রয়েছে ।যারা টেলিটক সিম ব্যবহার করছেন ।আর এই টেলিটক সিমের ইন্টারনেট ব্যালেন্স বা এমবি চেক কোড হচ্ছে –*152#
৫. এয়ারটেল (Airtel)
এয়ারটেল সিম ব্যবহারকারীদের জন্য ইন্টারনেট ব্যালেন্স চেক করার কোড হলো:
চেক করতে ডায়াল করুন: *3# এবং *8444*88#
বর্তমানে এয়ারটেল সিম ব্যবহারকারীর সংখ্যাও অনেক এজন্য অনেকেই airtel এমবি চেক করার কোড সম্পর্কে জেনে থাকেন এজন্য আপনারা এয়ারটেল এর এমবি চেক করার জন্য ডায়াল প্যাডে গিয়ে এই কোডটি ব্যবহার করবেন–*3# এবং *8444*88#
এছাড়াও এয়ারটেল অ্যাপ্লিকেশনের মাধ্যমে খুব সহজে আপনারা এয়ারটেলের এমবি চেক থেকে শুরু করে airtel ইন্টারনেট ব্যালেন্স সম্পর্কে সকল তথ্য আরও সহজ ভাবে পেয়ে যাবেন ।