MRF টায়ারের দাম ২০২৩ – টিউবলেস টায়ারের দাম

আমরা যখন মোটরসাইকেল কিংবা অন্যান্য যানবাহন ব্যবহার করে থাকি। সে সমস্ত যানবাহনগুলো অতিরিক্ত ব্যবহারে ফলে টায়ার অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন সময় দুর্ঘটনার কারণে ও টায়ার নষ্ট হয়ে থাকে। যার কারণে পরবর্তী সময়ে একটি নতুন টাইয় লাগানো প্রয়োজন হয়ে থাকে। তবে এখন বাংলাদেশে অগণিত টায়ার কোম্পানি রয়েছে।
যার কারণে সাধারণ মানুষ টাইল কিনতে বিশেষভাবে চন্তাই পড়ে যায়। কারণ বাংলাদেশের এত টায়ার কোম্পানি রয়েছে। যার কারণে কোন কোম্পানির টায়ার ভালো হবে কিংবা কম দামে কোন কোম্পানির টায়ার পাওয়া যাবে এ নিয়ে অনেকেই চিন্তা করে থাকে। তাই আপনাদের এই সমস্ত চিন্তাভাবনা গুলো দূর করতে আমরা এখানে mrf টায়ার সম্পর্কে আলোচনা করেছি।
কারণ বাংলাদেশের সবচাইতে ভালো মানের টায়ার কোম্পানি হল এম আর এফ কোম্পানি। আপনারা যদি একটু লক্ষ্য করে থাকেন। তাহলে বেশ কিছু বাইকে কিংবা অন্যান যানবাহনে দেখতে পাবেন এমআরএফ কোম্পানি টায়ার লাগানো রয়েছে। কেননা প্রতিটি মানুষই জানে এমআরএফ কোম্পানির টায়ার গুলোর সম্পর্কে এবং তার গুণগত মান সম্পর্কে। যার কারণে প্রতিটি মানুষই এই এমআরএফ কোম্পানির টায়ার গুলো ক্রয় করে থাকে। আমরা সকলেই জানি বাজারে দুই ধরনের টায়ার পাওয়া যায় একটি হল টিউবলেস টায়ার এবং টিউব টায়ার।
টিউব টায়ার: সাধারণত আগেকার দিনে যে সমস্ত টায়ার এবং টিউব থাকতো। এখনো ঠিক তেমনিভাবে টিউব এবং টায়ার রয়েছে। তাই আপনি যদি এমআরএফ কোম্পানির টিউব টায়ার গুলো নিতে চান। সেক্ষেত্রে টায়ার এবং টিউব দুইটারই প্রয়োজন আছে।
টিউবলেস টায়ার: টিউবলেস টায়ারগুলোতে সাধারণত টিউবের ব্যবহার হয় না। যা টায়ারের সাথে এক নতুন প্রযুক্তিতেই ব্যবহার করা হয়েছে টিউব। যার কারনে টিউব এবং টায়ার আপনাদেরকে আলাদাভাবে কিনতে হয় না। শুধুমাত্র একটি টায়ার কিনলে আপনি তার সাথে টিউবের ব্যবহার করতে পারবেন।
এমআরএফ টায়ারের বৈশিষ্ট্য:
একটি বাইকের জন্য টায়ার খুবই গুরুত্বপূর্ণ কেননা একটি মোটরসাইকেল চলার ক্ষেত্রে টাই এর সমস্ত ভর নিয়ন্ত্রণ করে এবং আমরা যখন অতিরিক্ত স্পিডে বাইক চালাই। সেই সময় তাই আর সমস্ত রাস্তার কন্ডিশন গুলো নিয়ন্ত্রণ করে যার কারণে আমরা সুরক্ষিতভাবে বাইক চালাতে পারি।
এমনকি আমরা যখন বাইকে ব্রেক করি সেই সময়ও টায়ার অনেকটাই সুবিধা দিয়ে থাকে। একটি ভালো মানের টায়ার বাইকে যদি থাকে তবে আপনি যখন ব্রেক করবেন খুব ইজিলি আপনি গাড়িটি নিয়ন্ত্রণে নিতে পারবেন।
তবে আপনার বাইকে টাটি যদি নরমাল হয় তবে সেই ক্ষেত্রে ব্রেক করার সময় অনেক দুর্ঘটনা হতে পারে যে দুর্ঘটনাগুলো আপনার জন্য অনেক ভয়াবহ কিছু নিয়ে আসতে পারে। তাই অবশ্যই বাইক কিংবা অন্যান্য যানবাহনে এমআরএফ কোম্পানির ট্রাইলগুলো ব্যবহার করা জরুরী। এতে করে আপনারা বিভিন্ন রকম অসুবিধা এবং দুর্ঘটনা থেকে মুক্তি পাবেন।
এম আর এফ কোম্পানি টায়ার কোথায় পাওয়া যায়:
সাধারণত টাকা পাওয়া যায় বিভিন্ন মোটরসাইকেল গ্যারেজ কিংবা মোটরসাইকেল পার্টসের দোকানে। আমাদের আশেপাশে কিংবা বাজার মহল্লায় অনেক টায়ারের দোকান লক্ষ্য করা যায়। যেগুলোতে বিভিন্ন কোম্পানির টা এর বিক্রি করে থাকে। তাই আপনি যদি পার্সোনালি সেই সমস্ত দোকানগুলোতে গিয়ে এমআরএফ টায়ারের সন্ধান করেন। তবে অবশ্যই এমআরএফ কোম্পানি টায়ার পাবেন।
নিচে আমরা বেশ কিছু এমআরএফ টায়ারের মডেল এবং তার দাম সম্পর্কে আলোচনা করছি। মনোযোগ সহকারে এ সমস্ত টায়ার গুলোর মডেল এবং দাম জেনে নিন।
MRF Masseter 130/70-17 62P MSR-X টায়ারের দাম- ৫,১০০.০০ টাকা
MRF Masseter FX 100/80-17 52P টায়ারের দাম-৩,৪৫০.০০ টাকা
MRF Masseter FX 110/70-17 54H টায়ারের দাম-৩,৫৫০.০০ টাকা
MRF Masseter FX 90/90-17 49P টায়ারের দাম- ৩,২৫০.০০ টাকা
MRF Masseter X 100/90-17 55P টায়ারের দাম- ৩,৮০০.০০ টাকা
MRF Masseter X 100/90-18 56P টায়ারের দাম- ৩,৮৫০.০০ টাকা
MRF Masseter X 120/80-17 61P MCT টায়ারের দাম- ৪,৪০০.০০ টাকা
MRF Masseter X 140/70-17 66H MCT n টায়ারের দাম- ৫,০০০.০০ টাকা