Offer

নগদ একাউন্ট রেফার অফার ২০২৪ – প্রতি রেফার ২৫ টাকা

আপনি কি নগদ একাউন্ট রেফার অফার সম্পর্কে জানতে চান তবে আমি বলব আপনি একজন সঠিক জায়গায় এসেছেন কেননা আমরা আর্টিকেলে প্রকাশ করতে চলেছি নগদ একাউন্ট রেফার করার মাধ্যমে যে অফার গুলো পাওয়া যায় সেগুলোর সম্পর্কে আপডেট তথ্য।

কেননা আপনি যদি নগদ একাউন্ট রেফার এর অফারগুলো সম্পর্কে জানতে পারেন সে ক্ষেত্রে আপনিও এই একাউন্টে রেফার করে অনেক টাকা বোনাস হিসাবে পাবেন। তাই কিভাবে এই একাউন্টে রেফার করা যায় তার সম্পর্কেও আপনাদেরকে জানিয়ে দেবো এবং রেফারের মাধ্যমে কত টাকা বোনাস পাওয়া যায় তার সম্পর্কেও জানিয়ে দেব।

তাই আপনি যদি নগদ একাউন্ট রেফারেল অফার গুলো সম্পর্কে সঠিক তথ্য না জেনে থাকেন। তাহলে আমাদের এই সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ে জেনে নিতে পারেন বর্তমানে নগদ একাউন্ট রেফারের সমস্ত অফার সমূহ সম্পর্কে।

নগদ রেফার অফার কি?

সাধারণত নগদ রেফার হল আপনার যদি নগদ একাউন্ট থেকে থাকে তাহলে আপনি সেই অ্যাপসের মাধ্যমে অন্য একজনকে নগদ একাউন্ট খোলার প্রস্তাব পাঠাতে পারবেন যা সাধারণত রেফার বলে থাকে।

তবে এই নগ দ একাউন্ট খোলার পোস্টটা টি তাদেরকেই পাঠাবেন যাদের এখন পর্যন্ত নগদ একাউন্ট খোলা হয়নি। কেননা একটি নাম্বারে একবারের বেশি নগদ একাউন্ট খোলা সম্ভব নয় তাই নগদ একাউন্টের রেফার দিতে হলে এমন কাউকে দিবেন যে প্রথমবারের মতন একাউন্ট খুলতে চান।

কিভাবে নগদ রেফার করবেন?

আপনি যদি অন্য কাউকে নগদ একাউন্ট রেফার করতে চান সেই ক্ষেত্রে আপনার প্রয়োজন হবে একটি নগদ অ্যাপ। কেননা অ্যাপ এর মাধ্যমে শুধুমাত্র রেফারেন্স সিস্টেমটি প্রদান করা হয়েছে। তাই নগদ একাউন্ট রেফার করতে নগদ অ্যাপ এর সহায়তা খুবই প্রয়োজন। তাই জেনে নিন নগদ অ্যাকাউন্ট রেফারের সমস্ত পদ্ধতি।

১.প্রথমে প্লে স্টোর থেকে নগদ অ্যাপস ডাউনলোড করে নিন।

২. অ্যাপটি ডাউনলোড করা হয়ে গেলে আপনার যেই নাম্বার দিয়ে নগদ একাউন্ট খোলা রয়েছে সেই একাউন্ট নাম্বারটি দিয়ে পুনরায় আবার অ্যাপটি রেজিস্ট্রেশন করুন।

৩. রেজিস্ট্রেশন সম্পূর্ণভাবে হওয়ার পর অ্যাকাউন্ট নাম্বার এবং পিন নাম্বার দিয়ে লগই ন করবেন।

৩. লগইন সম্পন্ন হওয়া মাত্রই আপনারা নগদের নিজস্ব কিছু ইন্টারফেস দেখতে পাবেন।তারমধ্যে রেফারাল একটি অপশন পাবেন তাতে আপনার এ ক্লিক করে দিন।

৪. পরবর্তীতে যেই ব্যক্তিকে রেফার করতে চান তার নাম্বারটিতে প্রবেশ করতে হবে। এবং সেই নাম্বারটিতে প্রবেশ করার পর আপনার কাছে টাকা চাইবে এবং টাকা চাওয়া মাত্রই আপনি সেখানে ২১ টাকা লিখে পরবর্তী স্টেপে চলে যাবে।

৫.এরপর পিন নাম্বার দিন এবং পরবর্তী পেজে চলে যান।

৬.পরবর্তী স্টেপে আপনাদেরকে স্ক্রিনে কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রাখতে হবে। তাই আপনারা স্কিনে কিছুক্ষণ চাপ দিয়ে রাখুন এবং প্রক্রিয়াটি সম্পন্ন করুন ‌

নগদ ব্যবহারে সুবিধা

নগদ বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় এবং কার্যকরী একটি মোবাইল ব্যাংকিং যা আমরা সকলেই জানি। প্রতিনিয়তই নগদ ব্যবহারকারী সংখ্যা বেড়ে চলেছে এর সুবিধার ক্ষেত্রে মানুষ যাতে করে নগদ একাউন্ট ব্যবহার করে নানান ধরনের সুযোগ-সুবিধা উপভোগ করতে পারে সেই লক্ষ্যেই নগদ একাউন্টটি মানুষের মধ্যে ব্যবহারযোগ্য করে গড়ে তোলা হয়েছে তাই এই নগদ ব্যবহার করে আপনিও অনেক লাভবান হতে পারবেন।

এছাড়াও বেশ কিছু কাজে নগদ আপনারা ব্যবহার করতে পারবেন যেমন আমাদের যখন কোন কিছুর বিল দেয়ার প্রয়োজন হয়ে থাকে যেমন বিদ্যুৎ বিল পানির বিল সহ আরো বেশ কিছু বিল দেয়ার প্রয়োজন হয়ে থাকে এই সমস্ত বিলগুলো আপনি নগদ একাউন্টের মাধ্যমে পরিষদ করতে পারবেন যা থেকে আপনার বাড়তি সময় নষ্ট হবে না এবং খুব সহজেই আপনি এই বিল গুলো পেমেন্ট করে দিতে পারবেন।

এছাড়া মোবাইল রিচার্জ এর ক্ষেত্রে নগদে রয়েছে ব্যাপক ভূমিকা আপনি নগদ একাউন্টের মাধ্যমে যে কোন লোকাল নম্বরে নিজেদের প্রয়োজন মতন রিচার্জ করে নিতে পারবেন অনেক সময় ইমারজেন্সি রিচার্জের প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে আপনি যদি আপনার নগদ একাউন্টের মাধ্যমে রিচার্জ করে থাকেন সেক্ষেত্রে আপনাকে রিচার্জের ঝামেলায় আর পড়তে হবে না। এছাড়াও অপাসমূহের মাধ্যমে আপনি ক্যাশব্যাক হিসেবে ও বেশি লাভবান হবেন।

Related Articles

Back to top button
Close