পান্ডা জুতার দাম ২০২৪ – নতুন পান্ডা কেডস ডিজাইন ও ছবি

পান্ডা জুতার দাম

বর্তমান সময়ের প্রতিটি মানুষই জুতা ব্যবহার করে। কেননা জুতা ব্যবহার প্রতিটি মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জগিং থেকে শুরু করে খেলাধুলা কিংবা অফিস আদালত এই সমস্ত প্রতিটি কাজের ক্ষেত্রেই জুতার প্রয়োজন হয়ে থাকে।

তাই জুতার ব্যবহারের সাথে সাথে এটি একটি ভালোলাগার বস্তু হয়ে উঠেছে প্রতিটি মানুষের মনে। তাই প্রতিনিয়তই মানুষ নতুন নতুন মডেলের জুতার সন্ধান করে আসছে। এবং ব্যবহার করে আসছে।

তবে বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ এমন জুতা খুঁজে থাকে। যেগুলো ব্যবহার করে কমফোর্টেবল কিভাবে চলাফেরা করা যাবে এবং অনেকদিন টিকবে। তাই আপনি যদি এমনটি এবং কমফোর্টেবল জুতাগুলো খুজে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য রয়েছে পান্ডা জুতা।

পান্ডা কোম্পানির প্রতিটি জুতায় তৈরি হয়ে থাকে মানসম্মত কোয়ালিটিতে। যার কারনে পান্ডা কোম্পানির জুতা গুলো ব্যবহারে এবং গুণে অন্যান্য জুতার চাইতে একধাপ এগিয়ে।

এছাড়াও আপনি যদি কম দামে ভালো মানের জুতা গুলো কিনতে চান। সে ক্ষেত্রে শুধুমাত্র এই পান্ডা কোম্পানির জুতা গুলো কিনতে পারবেন কম দামে। কেননা অন্যান্য জুতার চাইতে এই পান্ডা কোম্পানি জুতা গুলো খুবই সস্তায় দিয়ে আসছেন সাধারণ মানুষদের। যার কারণে এই জুতাগুলো ব্যবহার করে সাধারণ মানুষেরা সুবিধা ভোগ করতে পারছে।

মানুষের যে সমস্ত ক্ষেত্রে জুতার প্রয়োজন হয়ে থাকে সেই প্রতিটি ক্ষেত্রে জন্যই বিভিন্ন রকমের জুতা তৈরি করেছে পান্ডা কোম্পানি।

খেলাধুলার জন্য পান্ডা জুতা:

আপনারা যারা খেলাধুলা কিংবা যোগিং করার জন্য একটি জুতা কিনবার কথা ভাবছেন। তারা খুব সহজে এই পান্ডা কোম্পানির খেলাধুলার জুতা গুলো পেয়ে যাবে।

খেলাধুলা কিংবা জগিংয়ের জন্য যে সমস্ত জুতা গুলো ব্যবহার করা হয়। সেগুলো অন্যান্য জুতা চাইতে অনেকটাই টিকশই বা মজবুত হতে হয়। যাতে করে দৌড়াদৌড়ির ভার সহ্য করতে পারি। তাই এই জুতা গুলোকে তৈরি হয়েছে শক্তিশালী ভাবে।

এবং তা অনেক কম দামে কিনতে পারবেন আপনারা। খেলাধুলা কিংবা জগিং এর জন্য যে জুতাগুলো ব্যবহার করা হয় না। সেগুলোর সর্বনিম্ন দাম ৯৮০ টাকা। এছাড়া আপনি যদি একটু উন্নত জুতা নিতে চান সে ক্ষেত্রে তার দাম পড়বে ১৬৫০ টাকা।

পান্ডা স্কুল কলেজ জুতা:

এমনকি স্কুল কলেজে যে সমস্ত জুতা গুলো ব্যবহার করা হয়। সেই কোয়ালিটির ওপর বিবেচনা করেও পান্ডা কোম্পানি বেশ কিছু জুতা তৈরি করেছে। যেগুলো ব্যবহার করে আপনারা স্কুল কিংবা কলেজ এ সমস্ত জায়গাগুলোতে ব্যবহার করতে পারবেন সৌন্দর্যের সাথে।

স্কুল-কলেজে ব্যবহারযোগ্য জুতা গুলো সাধারণত আপনি সর্বনিম্ন ৯০০ টাকা থেকে ২২০০ টাকা পর্যন্ত দামে কিনতে পারবেন।

পান্ডা লোফার জুতার দাম:

আমরা সকলেই জানি বাংলাদেশের সব থেকে বেশি পপুলার এবং ভালো জুতা ব্র্যান্ড হলো পান্ডা। panda কোম্পানির জুতো গুলো আমরা সকলেই হয়তো ব্যবহার করেছি। যার কারণে পান্ডা কোম্পানি কোম্পানি এবং তার জুতার মান সম্পর্কে সকলেই জানে।

ঠিক তেমন ভাবেই আপনি পান্ডার শোরুমে গিয়ে বিভিন্ন রকম ডিজাইনের লোফার দেখতে পাবেন। মানুষের সুবিধার জন্য বা মানুষ যে যতগুলো করে কমফোর্টেবল মনে করে সেই মোতাবেক জুতা তৈরি করে থাকে পান্ডা কোম্পানি।

উন্নত মানের চামড়া দিয়ে এবং কাপড় দিয়েও লোফার জুতা তৈরি করে থাকে পান্ডা কোম্পানি। যার গুণগত মান এবং সৌন্দর্য সম্পর্কে আলাদা ভাবে বলার কিছু নেই।

তাই আপনি যদি panda কোম্পানির শোরুম থেকে একটি সর্বনিম্ন মানের লোফার কিনতে চান। সে ক্ষেত্রে ৭০০ টাকা থেকে ১৩০০ টাকার মধ্যেই আপনি ভালো মানের একটি লোফার জুতা কিনতে পারবেন।

এছাড়াও আপনারা যদি কোন নরমাল জুতা কিনতে চান। সেক্ষেত্রে সাধারণ যে সমস্ত জুতার দোকানগুলো রয়েছে। এসব দোকান গুলোতে খুবই কম টাকায় আপনারা ভালো মানের লোফার জুতা পেয়ে যাবেন।

যেগুলো আমাদের আর্টিকেল অনুযায়ী দাম নির্ধারণ করা হয়েছে। তাই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোন ডিজাইনের জুতা কিনতে পারবেন পান্ডা কোম্পানির শোরুম কিংবা অন্যান্য দোকান থেকে।

তো এতক্ষণে হয়তো আপনাদের প্রয়োজনীয় প্রতিটি জুতার দাম সম্পর্কে জানতে পেরেছেন। যেগুলো আপনাদের সুবিধার জন্য পান্ডা কোম্পানি খুবই সোলভ মূল্যে বিক্রি করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *