Transfer

সৌদি এরাবিয়ান এয়ারলাইন্স টিকিট চেক করার পদ্ধতি

সৌদি এরাবিয়ান এয়ারলাইন্স সৌদি আরবের একটি জাতীয় বিমান সংস্থার নাম। যে নামটি পুরো পৃথিবীতে খুবই পরিচিত একটি শব্দ। এই বিমান সংস্থাটির হেডকোয়াটার অবস্থিত সৌদি আরবের জেদ্দায়। বর্তমানে সৌদি আরবিয়ান এয়ারলাইন্সের বহরে মোট ১৫৭ টি বিমান রয়েছে। এবং পুরো পৃথিবীতে এই বিমান সংস্থাটি ১৩২ টি ডেস্টিনেশন ফ্লাইট পরিচালনা করে আসছে।

পুরো বিশ্বের নানান দেশ থেকে সৌদি আরবে এই বিমান সংস্থার মাধ্যমে নানান মানুষ নানান দেশে যাতায়াত করে আসছে। সকলের কাছে একটি জানা কথা হলো দেশের বাইরে আমরা যখন চাই বা অন্য দেশে যাওয়ার জন্য আমাদের যে যাতায়াত মাধ্যম সেটি হল বিমান।

বিমানে একমাত্র যাতায়াত মাধ্যম যার মাধ্যমে দেশের বাইরে মানুষ গিয়ে থাকে। আর যে সকল বিমানে মানুষ যাতায়াত করে থাকে সে সকল বিমানগুলো কোন না কোন এক সংস্থার মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। আর এই সকল বিমানে যাতায়াতের জন্য সে সংস্থার মাধ্যমে বিমানের টিকিট সংগ্রহ করতে হয় টিকিট ছাড়া কখনো জীবনে প্রবেশ করা যায় না বা আপনি যেতে পারবেন না।

তাই যে সকল ব্যক্তি এই সংস্থার মাধ্যমে টিকিট নিয়েছেন বা নিতে চাচ্ছেন তাদের জন্য এই পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ কেননা এই পোস্টটি আপনারা জানতে পারবেন সৌদি এরাবিয়ান এয়ারলাইন্সের বিমানের টিকিট চেক করার পদ্ধতি যা হয়তো আপনাদের অজানায়। এখন হয়তোবা আপনারা ভাবছেন বিমানের টিকিট চেক করার পদ্ধতিটা কেমন। আবার টিকিটটি চেক করতে হবে। এমনটা কখনোই ভেবে দেখেননি।

তাই জেনে নিন আপনার টিকিটটি চেক করা কতটুকু জরুরী। অনেক মানুষ বিমানের টিকিট সংগ্রহ করার সময় অনেক ভাবে ঠকতে পারে। কেননা সে বিমানের সংস্থার ব্যতীত সেখানে আরো অনেক রকম দালাল বা অসাধু মানুষ থাকে। যারা মানুষকে প্রতিনিয়তই প্রতারণা করে আসছে। মানুষের কাছ থেকে নকল টিকিট দিয়ে অনেক অনেক টাকা হাতিয়ে নিচ্ছে।

এছাড়াও আপনি যে টিকিটটি করেছেন। সেই টিকিট টার নানান রকম ভুল হয়ে থাকতে পারে। যেমন নাম, সময়, তারিখ আরো অনেক রকম ভুল হতে পারে, যেই ভুলগুলো আপনি আগে বুঝতে পারেননি।এই সমস্ত ভুলগুলো আপনি টিকিটি চেক করার মাধ্যমে বুঝতে পারবেন। তাই যারা বিমানের টিকিট চেক করতে জানেন না। তারা আমাদের দেয়া তথ্য অনুযায়ী টিকিটটি চেক করে নিতে পারেন।

সৌদি আরাবিয়ান এয়ারলাইন্স টিকিট চেক করা পদ্ধতি:

  • সৌদি এরাবিয়ান এয়ারলাইন্স টিকিট চেক করার জন্য প্রথমত আপনাকে একটি মোবাইল দ্বারা ইন্টারনেট ব্রাউজারে প্রবেশ করতে হবে। ইন্টারনেটে অনেক ব্রাউজার দেখা যায়। আপনি আপনার সুবিধা অনুযায়ী একটি ব্রাউজারে প্রবেশ করবেন।
  • সে ব্রাউজারে প্রবেশ করার পর,, সৌদি আরাবিয়ান এয়ার লাইন্সের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকতে হবে ।সে ওয়েবসাইটে ঢোকার পর আপনি লক্ষ্য করবেন। 
  • সেখানে মেন্যু দেয়া আছে সেখানকার মেন্যু বার থেকে manage booking বাটনটিতে ক্লিক করতে হবে। এ বাটনটিতে ক্লিক করার পর আপনার সামনে একটি ফরম এর মতন আসবে। 
  • যেখানে আপনার টিকিট থাকা PNR এবং booking reference numberlast name  অ্যাড করতে হবে। এইগুলো নির্দিষ্ট স্থানে বসিয়ে Retrieve booking বাটনে সিলেক্ট করলে আপনি আপনার টিকিটের তথ্যগুলো পেয়ে যাবেন। যদি আপনার টিকিটে কোন ভুল না থাকে।
  • তথ্যগুলো পেতে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কেননা সার্ভার জটিলতার কারণে তথ্যগুলো অনেক সময় আসতে দেরি হয়ে থাকে।
  • তবে কোন ভাবে যদি আপনি আপনার টিকিটের তথ্যগুলো না পান। বা আপনার টিকিট যদি কোন রকম ভুল থাকে তাহলে আপনি এই তথ্যগুলো এখান থেকে পাবেন না।

যদি এমনটাই হয়ে থাকে তাহলে দ্রুত যেখান থেকে টিকিট নিয়েছেন সেখানে যোগাযোগ করুন এবং তাদের মাধ্যমে আপনার টিকিটটি সংশোধন করে নিন। এবং যে কারণে আপনার টিকিটের তথ্যগুলো আসেনি। বা যে সমস্যাটি আপনার টিকিটে ছিল। এই সকল সমস্যাগুলোর কথা তাদের থেকে জেনে নিন। 

কেননা পরবর্তীতে যদি আপনি টিকিট করতে চান। এই সমস্যার কথাগুলো জানা থাকলে। সেই সময় আর কোনো রকম অসুবিধায় পড়তে হবে না আপনাকে। আশা করছি আমাদের দেয়া তথ্যগুলো পেয়ে।বিমানের টিকিট চেক করার পদ্ধতিটি জেনে গেছেন। এখন আপনি বাড়িতে বসে একটি মোবাইল ফোন দ্বারা আপনার টিকিট চেক করে নিতে পারেন।

Related Articles

Back to top button
Close