Mobile Phone

Symphony বাটন মোবাইলের দাম ২০২৩ – কম দামে সেরা মোবাইল দাম ও ছবি

তথ্য প্রযুক্তির উন্নতির ছোঁয়া বর্তমানে এখন আমাদের কাছে স্মার্টফোন অনেক বেশি সহজলভ্য হয়ে দাঁড়িয়েছে। এখন সর্বনিম্ন 3000 টাকা বাজেটের আপনি একটি স্মার্টফোন হাতের মুঠোয় পাচ্ছেন। যার কারনে আমাদের দেশের মার্কেটপ্লেস সাধারণত স্মার্টফোনে ভরপুর হয়ে গিয়েছে। বাংলাদেশের চলমান যেসকল জনপ্রিয় মোবাইল কোম্পানি রয়েছে তাদের মধ্যে অন্যতম সিম্ফোনি। এ মোবাইল কোম্পানি দীর্ঘদিন যাবত বাংলাদেশের মানুষের হাতে স্মার্টফোন তুলে দিয়েছে পাশাপাশি বর্তমানে এ কোম্পানিটি বাটন ফিচার ফোন মার্কেটে প্রকাশ করে চলেছে।

সিম্ফোনি দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড হওয়ার সুবাদে দেশের সবচেয়ে কম বাজেটে বাটন মোবাইল প্রকাশ করছে। আমাদের সকলের একটি স্মার্টফোন রয়েছে এবং এই স্মার্টফোনের পাশাপাশি আমাদের অপশনাল হিসেবে বাটন ফোন ব্যবহার করতে পারি। সিম্ফোনি আপনাদের জন্য ফিচার বাটন ফোন প্রকাশ করেছে তার বেশ কিছু তালিকা আমরা এখানে প্রকাশ করেছি। আমাদের এই আর্টিকেলের মাধ্যমে আপনি সিম্ফোনি বাটন মোবাইলের দাম ও ছবি বিস্তারিত দেখতে পাবেন।

Symphony বাটন মোবাইলের দাম ও ছবি

বরাবরের মতোই আমরা বলে চলেছে কমদামে দারুন সব ফিচারের ভালো ধরনের বাটন মোবাইল শুধুমাত্র সিম্ফোনি কম্পানি আপনাকে দিতে পারে। যদিও বাজারে সিম্ফোনি কোম্পানির বেশকিছু বাটন মোবাইল জনপ্রিয়তা লাভ করেছে তবে আপনাদের জন্য আমরা উল্লেখযোগ্য ধর্ষণের তালিকা এখানে বিস্তারিত আলোচনা করেছি।

Symphony S45

আপনারা যারা স্মার্টফোনের পাশাপাশি দীর্ঘ সময় ফোনে চার্জ রাখতে স্বাচ্ছন্দ্যবোধ করেন তাদের জন্য সিম্ফোনি এই মডেলের বাটন ফোনটি উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ফোনটিতে বিশাল ব্যাটারি ব্যবহার করা হয়েছে যাতে আপনি পাচ্ছেন 1000 মিলি এম্পিয়ারের বিশাল ব্যাটারি যার মাধ্যমে আপনি একটা না 10 ঘন্টা কথা বলতে পারবেন।

Screenshot-2022-04-25-at-1-10-28-PM


মোবাইলটির অন্যান্য বিষয়ের দিকে লক্ষ্য রাখলে দেখা যায় যে 2।4 ইঞ্চি ডিসপ্লে যেখানে 240 320 রেজুলেশনের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা মোবাইলটিকে অনেক সিম্পল দেখায়। মোবাইলটির পেছনের অংশের ছবি তোলার জন্য রয়েছে 0।08 মেগাপিক্সেলের ভিজিএ ক্যামেরা। তবে দুঃখের বিষয় এই যে মোবাইলটি সামনের অংশে কোন ধরনের সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়নি।

Symphony মোবাইলের দাম Screenshot-2022-04-25-at-1-10-42-PM

মোবাইল নেটওয়ার্ক হিসেবে রয়েছে টুজি নেটওয়ার্ক। বাজারে আপনি পাবেন ও নীল রঙের। অডিও ভিডিও সাপোর্টেড মোবাইলটিতে অডিও ফরম্যাট সাপোর্ট করবে mp3 তাছাড়া 3gp mp4 ভিডিও সাপোর্ট করবে। এক্সটার্নাল এসডি কার্ডের মাধ্যমে সর্বোচ্চ 16 জিবি পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহারের সুবিধা পাচ্ছেন।

Symphony L44

সম্প্রতি বাজারে প্রকাশ কৈলাস সিম্ফোনি নতুন একটি মডেলের ফোন। 24 ইঞ্চি দারুন ফিচার এর ডিসপ্লে ফোনটি বাজারে বর্তমানে যে কোন দোকানে পাচ্ছেন। এক্সটার্নাল মাইক্রো-এসডি কার্ডের মাধ্যমে আপনি 16 জিবি মেমোরি কার্ড ব্যবহার করার সুযোগ পাচ্ছেন মোবাইলটি পেছনে ব্যবহার করা হয়েছে 0।08 মেগাপিক্সেলের ক্যামেরা।

Screenshot-2022-04-25-at-1-12-09-PM
সবচেয়ে বেশি আকর্ষণ যা তাহলে ফোনটির ব্যাটারি 100 মিলি এম্পিয়ার ব্যাটারী ব্যবহার করা হয়েছে যা দিয়ে আপনি একটা 16 ঘন্টা কথা বলতে পারবেন। বাজার থেকে মোবাইলটা আপনি মাত্র 1330 টাকা দিয়ে ক্রয় করতে পারবেন।

কম দামে ভালো ফোন

Screenshot-2022-04-25-at-1-12-22-PM

Symphony L33 

দেশের বাজারে এখন পাওয়া যাচ্ছে সিম্ফোনি L33 মডেলের সম্পূর্ণ নতুন ফিচারের এই মোবাইল ফোনটি। মোবাইলের ভিতরের দিকে লক্ষ্য রাখলে আপনি সত্যি আশ্চর্য হবেন। ফোনটিতে ব্যবহার করা হয়েছে টুজি নেটওয়ার্ক এবং 16 জিবি মেমোরি কার্ড ব্যবহারের সুবিধা রয়েছে।

Screenshot-2022-04-25-at-1-13-41-PM
সিম্ফোনি অন্যান্য ফোনের মত এই ফোনেও ক্যামেরা হিসেবে 0।08 মেগা পিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। সিম্ফোনি এল সিরিজের অন্যান্য ফোনের মিলি এম্পিয়ার ব্যাটারী ব্যবহার করা হয়েছে যার দ্বারা আপনি একটা 16 ঘণ্টা পর্যন্ত কথা বলতে পারবেন। যেকোনো সিম্ফোনি কাস্টমার কেয়ার সার্ভিস থেকে ফোনটি ক্রয় করার জন্য আপনাকে 1350 টাকা খরচ করতে হবে।

সেরা বাটন মোবাইল

Screenshot-2022-04-25-at-1-13-53-PM

Symphony D76

ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর নিয়ে এসেছে সিম্ফোনি মোবাইল কোম্পানি। দেশের বাজারে সবচেয়ে কম রেটে বাটন মোবাইলে প্রকাশে সিম্ফোনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মোবাইল প্রকাশের ধারাবাহিকতায় সম্প্রতি প্রকাশ পেয়েছে সিম্ফোনি D76 মডেলের নতুন মোবাইলটি।

মোবাইলটি ফিউচার এর দিকে লক্ষ্য করলে আমি অন্যান্য সিম্ফোনি মোবাইলের মত একই ধরনের ফিচার রয়েছে যেখানে টুজি নেটওয়ার্ক ব্যবহার করা হয়েছে এবং পেছনের অংশে একটিমাত্র ক্যামেরা ব্যবহার করা হয়। তবে ব্যাটারির দিকে একটু পরিবর্তন আনা হয়েছে যেখানে এক হাজার মিলিঅ্যাম্পিয়ার এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে যার কারণে আপনি একটা 9 ঘণ্টা পর্যন্ত কথা বলার সুযোগ পাচ্ছেন। সিম্ফোনি মোবাইল কোম্পানি তাদের বাটন মোবাইলের দাম 1290 টাকা ধার্য করেছে।

সেরা ক্যামেরা ফোন

নির্দ্বিধায় সিম্ফোনি দেশের সবচেয়ে জনপ্রিয় একটি কোম্পানি। দেশের বাজারে কম দামে মোবাইল প্রকাশে এই কোম্পানিটি দীর্ঘদিন যাবত কাজ করে চলেছে। অন্যান্য সকল কোম্পানির মোবাইলের ফোন গুলো ব্যাবহার করে আপনি স্বাচ্ছন্দ্যবোধ করবেন। তালিকা থেকে আপনার পছন্দমত যেকোনো একটি মোবাইল বাছাই করুন এবং নির্ধারিত দামে ক্রয় করুন।

Tags

Related Articles

Back to top button
Close