চা পাতার ব্যবসা – কম পুঁজিতে লাভজনক ব্যবসা
বর্তমান সময়ে বিভিন্ন রকম ব্যবসা লক্ষ্য করা যায়। যেগুলোতে অল্প পুঁজিতে ভালো পরিমাণ লাভবান হওয়া সম্ভব। ঠিক তার মতই একটা ব্যবসা হলো চা পাতার ব্যবসা। চা পাতার ব্যবসা সাধারণত খুব অল্প মানুষই করে থাকে। এবং যে সমস্ত মানুষেরা করে থাকে তারা অনেক কম পুজিতে ভালো পরিমাণ উপার্জন করতে পারে বা ভালো পরিমাণ লাভবান হতে পারে।
তবে আপনারা যারা একটি ভালো ব্যবসার সন্ধান করছেন বা অল্প খরচে একটি ব্যবসা দাঁড় করাতে চাচ্ছেন। তাদের জন্য এই চা পাতার ব্যবসাটি হতে পারে খুবই ভালো একটি সিদ্ধান্ত। কেননা এই চা পাতার ব্যবসার মাধ্যমে আপনি ভালো পরিমাণ লাভবান হতে পারবেন। যা অন্যান্য ব্যবসা থেকে খুব সহজেই লাভবান হওয়া সম্ভব নয়। তাই আপনার জন্য চা পাতার ব্যবসা খুবই ভালো হবে বলে মনে করা যাচ্ছে।
তবে প্রথমত এই চা পাতার ব্যবসা করতে আপনাদেরকে ভালোভাবে জেনে নিতে হবে এই ব্যবসা সম্পর্কিত বিভিন্ন রকম কৌশল বা ব্যবসায় যে সমস্ত কাজগুলো রয়েছে। সেগুলো সম্পর্কে ভালোভাবে ধারণা নিতে হবে। যাতে করে আপনিও খুব সহজেই এই ব্যবসাটি পরিচালনা করতে পারেন।
তবে অনেকেরই চা পাতার ব্যবসার আইডিয়া থাকলেও এই ব্যবসাটি সম্পর্কে কোনো রকম ধারণা না থাকায় শুরু করতে ভয় পান। যার কারনে অনেক সময় চলে যাচ্ছে বেকার ভাবে। তাই আপনাদেরকে যাতে করে আর কোনরকম বেকার না থাকতে হয় বা চা পাতা ব্যবসার ইচ্ছেটা যেন নষ্ট না হয়। তার জন্যই আপনাদের সামনে প্রকাশ করতে যাচ্ছি চা পাতার ব্যবসা সম্পর্কিত বিভিন্ন রকম বিস্তারিত তথ্য। যা থেকে আপনারা খুব সহজে জানতে পারবেন কিভাবে এই ব্যবসাটি পরিচালনা করবেন। এবং কতটুকু লাভবান হতে পারবেন এই চা পাতা ব্যবসায়।
পাইকারি ক্রয় করবেন কিভাবে:
আপনি যদি চা পাতার ব্যবসা শুরু করতে চান। সে ক্ষেত্রে আপনাকে চাপাতা ক্রয় করে নিতে হবে পাইকারি ভাবে। তবে অনেকেই জানেন না পাইকারিভাবে কিভাবে বা কোথা থেকে চা পাতা সংগ্রহ করবেন। সে ক্ষেত্রে প্রথমত আপনাদের যেকোনো চা পাতা কোম্পানির সাথে কথা বলতে হবে। এছাড়াও একটু আশেপাশে লক্ষ্য করলেই দেখতে পারবেন চা পাতা কোম্পানির গাড়ি কিংবা অনেক মানুষ বাজারে ডেলিভারি দিয়ে থাকে। তাদের মাধ্যমেও যোগাযোগ করে আপনি চা পাতা সংগ্রহ করতে পারেন।
তাদের মাধ্যমে ভালোভাবে কথা বলে তাদের কোম্পানির মালিক কিংবা ম্যানেজারের সাথে বিস্তারিত আলোচনা করে। পাইকারি দামে আপনি চা পাতা কিনে নিতে পারেন। বস্তা হিসেবে কিংবা প্যাকেট হিসেবে চা পাতা পাইকারি দামে কিনে। পরবর্তীতে আপনি সীমিতলাভে অন্যান্য আশেপাশে দোকানগুলোতে ডেলিভারি দিতে পারবেন। যা আপনার জন্য একটি লাভবান ব্যবসা হবে বলে মনে করা যায়।
আমরা সকলেই জানি বেশিরভাগ চা উৎপাদন হয়ে থাকে সিলেট এবং চট্টগ্রামে। এ সমস্ত অঞ্চলগুলোতে অকশনেও চা পাতা বিক্রি হয়ে থাকে। বিশেষ করে শ্রীমঙ্গলে এবং চট্টগ্রামে চা পাতার অকশন হয়ে থাকে এই সমস্ত জায়গাগুলোতে।
তাই আপনাদেরকে খোঁজ করতে হবে কোন সময় চা পাতার অপশন হয়। এবং সেই অনুযায়ী সেখানে গিয়ে আপনি অপশনে অনেক চা পাতা ক্রয় করে নিতে পারেন। এবং পরবর্তীতে আপনি সেই চা পাতাগুলো নিয়ে নতুন একটি কোম্পানির মত করে আশপাশের দোকানগুলোতে বিক্রি করে অনেক টাকা উপার্জন করতে পারেন।
চা পাতার খুচরা দাম:
চা পাতা অনেক রকম হয়ে থাকে একটু ভালো কিংবা খারাপ বা মাঝামাঝি। তবে খারাপ বলতে যে একেবারেই খাবার উপযোগী নয় তা না। একেক রকম পাতা হয়িয় এই দামটাও বিভিন্ন রকম। চা পাতা সাধারণত কেজি হিসেবে বিক্রি হয়ে থাকে। এছাড়াও একটু ভালো মনের চা পাতা গুলো প্যাকেটজাত হিসেবে বিক্রি হয়। তবে সেই ক্ষেত্রে ওজন করেই বিক্রি হয়ে থাকে চা পাতাগুলো।
আপনি যেমন কোয়ালিটির চাপাতা কিনবেন আপনাকে ঠিক সেই কোয়ালিটি অনুযায়ী দাম দিতে হবে নিচে আমরা বিভিন্ন কোয়ালিটি চায়ের পাতার দাম প্রকাশ করছি।
প্রথমত আপনি যদি কবি কম টাকায় চা পাতা কিনতে চান সে ক্ষেত্রে ২৩৫ টাকা দিতে হবে। এবং আপনি যদি মাঝামাঝি কোয়ালিটির চা পাতা নিতে চান তাহলে তার দাম পড়বে ২৬০ থেকে ২৯০ টাকা পর্যন্ত।এবং ভালো মানের চা পাতাগুলো সাধারণত বিক্রি হয়ে থাকে 300 থেকে 350 টাকা পর্যন্ত।