টেকনো মোবাইল দাম ২০২৩ – দাম ও ছবি সহ আজকের মূল্য তালিকা
আজকে আমরা আলোচনা করতে চলেছি বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় মোবাইল কোম্পানি টেকনো সম্পর্কে। 2017 সালের শুরুর দিকেই বাংলাদেশের বাজারে নতুন এক কোম্পানির যাত্রা শুরু হয় সেই কোম্পানির নাম হলো টেকনো। যাত্রা শুরুর দিকে ফিচার বাটন ফোনের প্রকাশের মাধ্যমে নিজেদের স্থান পাকাপোক্ত করে নেয় এই কোম্পানিটি।
তবে বর্তমানে বাটন ফোনের পাশাপাশি স্মার্টফোন বাজারে মোবাইল কোম্পানি বিরাট স্থান দখল করেছে এবং শাওমি রিয়েলমি স্যামসাংয়ের মতো বড় বড় কোম্পানির সাথে নিজেদের প্রতিযোগিতা টিকিয়ে রেখেছে। আপনারা যারা কম বাজেটে ভালো মানের ফোন খুঁজে থাকেন তাদের জন্য সেরা অপশন টেকনো মোবাইল। এ মোবাইল কোম্পানি সাধারণত 6000 টাকা থেকে হাজার টাকার মধ্যে অসাধারণ ফিচারের ফোন আপনার হাতে তুলে দেবে। আপনারা যারা টেকনো মোবাইল ব্যবহার করে চলেছেন তারা অবগত হয়েছেন যে এই ফোনটি কতটা কার্যকরী এবং ফিচার ডিজাইনের কতটা মানসম্মত।
আজকের আলোচনায় আমরা আপনাদের বর্তমান সময়ে প্রকাশিত বেশকিছু টেকনো মোবাইলের দাম ও ফিচার নিয়ে আলোচনা করব। আমরা এখানে টেকনো মোবাইলের ছবি ও দাম সহ একটি সংক্ষিপ্ত মূল্য তালিকা তৈরি করে তা এখানে প্রকাশ করেছি। আপনি আপনার পছন্দমত যেকোনো একটি তালিকা থেকে পছন্দ করে কিনতে পারেন।
টেকনো মোবাইল ২০২৩ বাংলাদেশ প্রাইস
বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হলে এদেশের মানুষ দিনের পর দিন ডিজিটাল হয়ে চলেছে। দেশের প্রায় 40 শতাংশ মানুষ বর্তমানে স্মার্টফোন ব্যবহার করেছে। স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধির কারণে রয়েছে এই টেকনো মোবাইল কোম্পানি। কেননা এ মোবাইল কোম্পানি বাজারের নিত্য নতুন ফিচারের কম বাজেটের ভালো মানের মোবাইল প্রকাশ করছে।
আপনারা যারা কম বাজেটের ভালো ফিসারের ফোন কিনতে চান তাদের জন্য টেকনো মোবাইল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নিচের অংশে আমরা টেকনো মোবাইল বাংলাদেশ প্রাইস ও স্পেসিফিকেশন সহ বিস্তারিত আলোচনা করেছি। সুতরাং আপনি অবশ্যই পুরো আর্টিকেলটি পড়বেন এবং টেকনো মোবাইলের সম্পর্কে অনেক তথ্য জানবেন।
Tecno Spark 8C
মোবাইল ফোন কেনার ক্ষেত্রে আপনার যদি বাজেট 10000 টাকার বেশি হয়ে থাকে তাহলে আপনার জন্য অপেক্ষা করছেন টেকনো স্পার্ক সিরিজের নতুন একটি ফোন। মোবাইলটিতে ব্যবহার করা হয়েছে 6।6 ইঞ্চির hd-ips ডিসপ্লে। ওয়াটার ড্রপ নোচ ডিজাইন করা হয়েছে ডিসপ্লে তে। পেছনের অংশে ব্যবহার করা হয়েছে 13 মেগাপিক্সেল এর অসাধারণ একটি ক্যামেরা এবং সামনের অংশে সেলফি তোলার জন্য 8 মেগাপিক্সেল এর ক্যামেরা দেওয়া হয়েছে।
Techno Spark 8C মোবাইলের দাম ও ছবি
মোবাইলটি আপনি 4 জিবি র্যাম ও 64gb ইন্টার্নাল স্তরেজ সমৃদ্ধ পাচ্ছেন। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 মিলি এম্পিয়ার এর ব্যাটারি দিয়ে দীর্ঘ সময় একটানা ব্যবহার করা সম্ভব। যেকোনো টেকনোর অফিশিয়াল সার্ভিস সেন্টার অথবা মোবাইলের দোকান থেকে আপনি মাত্র 10990 টাকা দিয়ে ফোন ক্রয় করতে পারবেন।
Tecno Pop 5 LTE
টেকনো পপ ৫ লাইট এই ফোনে রয়েছে ৬।৫২ ইঞ্চি এর এল সি ডি নোচ ডিসপ্লে। মোবাইল টির ক্যামেরার দিকে দৃষ্টিপাত করলে আমরা দেখতে পাই যে এই ফোনটিতে পেছনের অংশে 8 মেগা পিক্সেলের সেনসর ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং সামনে সেলফিতে 5 মেগাপিক্সেল এর অসাধারণ একটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে যা দিয়ে আপনি অসাধারণ ছবি তুলতে পারবেন।
Techno Pop 5 Pro মোবাইলের দাম ও স্পেসিফিকেশন
এই ফোনে চিপসেট ব্যবহার করা হয়েছে Unisoc SC9863A (28nm)। মোবাইলটি মাত্র 1 ভেরি এন্ড পাওয়া যাচ্ছে 3gb র্যাম ও 32gb ইন্টার্নাল স্তরেজ সমৃদ্ধ ফোনটি আপনি পাবেন। এন্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম এ চলবে এই ফোনটি । মোবাইলটিতে 5000 মিলি এম্পিয়ার এর বিশাল ব্যাটারি ব্যবহার করা হয়েছে। টেকনোর এই মোবাইলটি কেনার জন্য আপনাকে 8999 টাকা নগদ গুনতে হবে।
Tecno Spark Go
টেকনো স্পার্ক সিরিজের আরো নতুন একটি চমক টেকনো স্পার্ক গো এই মোবাইলটি। 2021 সালের ডিসেম্বর মাসের শেষের দিকে বাজারে মোবাইল ফোন লঞ্চ করা হয়। দামে কম ফিচারে অসাধারণ পারফরম্যান্স থাকার কারণে অল্প সময়ের মধ্যে ফোনটি মার্কেট আউট হয়ে যায়। তিনটি রঙে ফোনটি পাওয়া যাচ্ছে Turquoise Cyan, Atlantic Blue । এই ফোনে ব্যবহার করা হয়েছে ৬।৫২ ইঞ্চি এইচ ডি প্লাস ডিস্প্লে।
মোবাইলটির পেছনের অংশের 13 মেগাপিক্সেলের এর অসাধারণ একটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। মোবাইলটি 2gb রেম 32 জিবি ইন্টারনেট বাজারে পাওয়া যাচ্ছে। বাজারে এ মোবাইল টির দাম রাখা হয়েছে 9490 টাকা মাত্র।
Tecno Spark 8 Pro
2021 সালের নভেম্বর মাসের শুরুর দিকে বাজারে প্রকাশ পায় টেকনো স্পার্ক 8 প্র এই মডেলের মোবাইল টি। অসাধারণ ডিসপ্লে ও ডিজাইনের ওপর নির্ভর করে ফোনটি স্বল্প সময়ের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। টেকনো স্পার্ক ৮ প্রো তে রয়েছে ৬।৮ ইঞ্চি এইচ ডি প্লাস আই পি এস ডিসপ্লে । এই ফোনের পিছনে রয়েছে পান্স হল ডিজাইন । 48 মেগাপিক্সেল এর পেছনের অংশে মেইন ক্যামেরার পাশাপাশি লেন্স ক্যামেরা ব্যবহার করা হয়েছে।
এবং সামনে রয়েছে ৮ মেগাপিক্সেল এর ফ্রন্ট ক্যামেরা । দুইটি ভ্যারিয়েন্ট এ ফোনটি পাওয়া যাবে ৪/৬৪ এবং ৬/৬৪ জিবি । অন্যান্য টেকনো স্পার্ক সিরিজের ফোনের মত এই ফোনটিতে 5000 মিলি এম্পিয়ারের দীর্ঘ ব্যাটারি ব্যবহার করা হয়েছে যা দিয়ে আপনি একটা 16 ঘণ্টা ব্যবহার করতে পারবেন। মোবাইলটি বাজার মূল্য 15 হাজার 490 টাকা নির্ধারণ করা হয়েছে।
পরিশেষে আমরা আপনাদের বলতে চাই যে টেকনো দেশের বাজারে সবচেয়ে জনপ্রিয় একটি মোবাইল কোম্পানি। সুতরাং আপনি নির্দ্বিধায় ব্র্যান্ডের মোবাইল ব্যবহার করতে পারেন। অপ মোবাইলের দাম গুলো যেকোনো সময় পরিবর্তন হতে পারে।