টেন্ডা রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন | 192.168 o 1 Tenda পাসওয়ার্ড পরিবর্তন

বাংলাদেশি ওয়াইফাই রাউটার ব্যবহারকারীরা হয়তো টেন্ডা রাউটার সম্পর্কে জেনে থাকবেন। আপনারা যদি কম দামে ভালো মানের রাউটার খুঁজে থাকেন তাহলে আপনার জন্য সেরা একটি রাউটার হতে চলেছে। বর্তমান সময়ে আমরা ইন্টারনেট ছাড়া একটা মুহূর্ত চলতে পারি না যার কারণে আমাদের নিজেদের বাড়িতে অথবা কর্মস্থানের রাউটার স্থাপন করতে চাই। রাউটার কেনার ক্ষেত্রে আপনাদের জন্য অবশ্যই ট্রেনটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
প্রতিটি রাউটার ব্যবহার করার একটি বিশেষ নির্দেশনা হল যে আপনি একটি গোপন পাসওয়ার্ড ব্যবহার করবেন যা অন্য কেউ জানবে না। রাউটার কেনার সময় আপনাকে একটি নির্ধারিত পাসওয়ার্ড আপনার বক্স এর উপর দেওয়া হলেও আপনি তা বাড়িতে স্থাপন করার পর অবশ্যই তা পরিবর্তন করবেন। অন্যদিকে অনেকেই রয়েছেন যারা পাসওয়ার্ড ব্যবহার করা সত্ত্বেও আপনার চেনা পরিচিত লোক ছাড়া অনেকেই আপনার রাউটার ব্যবহার করছে এক্ষেত্রে আপনি অবশ্যই চাইবেন যে রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করতে।
টেন্ডা কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল ভাবে পাসওয়ার্ড পরিবর্তন করার বিশেষ নির্দেশনা প্রকাশ করে। অর্থাৎ ব্যবহারকারীরা যদি কোন সমস্যার সম্মুখীন হয়ে থাকে তাহলে তারা চাইলে যেকোন সময় তাদের পাসওয়ার্ড পরিবর্তন করার ক্ষমতা রাখে। কিন্তু এই পাসওয়ার্ড কিভাবে পরিবর্তন করতে হয় তার অনেকেরই অজানা যার কারণে এখন ইন্টারনেটের অনেক এ সার্চ করেছেন যে কিভাবে রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করতে হয়।
আপনাদের জানানোর লক্ষেই আমরা আজকে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি মোবাইলের মাধ্যমে কিভাবে ট্রেন রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করবেন তার সম্পর্কে। আপনি অবশ্যই আমাদের নিচের নির্দেশনা অনুসরন করবেন এবং যৌথভাবে তা পালন করবেন।
টেন্ডা রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম
আলোচনায় অংশে আমরা আপনাদের জন্য টেন্ডা রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করার বিশেষ নির্দেশনা প্রকাশ করতে চলেছে। পাসওয়ার্ড পরিবর্তন এর পূর্বে আপনাকে বলে রাখি যে আপনি অবশ্যই আপনার রাউটারের সাথে কানেক্টেড থাকবেন কেননা রাউটারের সাথে কানেক্ট না থাকলে আপনি করে ভাবে তা পরিবর্তন করতে পারবেন না।
টিপি লিংক রাউটার পাসওয়ার্ড পরিবর্তন
- প্রথমে ওয়াইফাই লাইন এর ডাটা কানেক্ট করতে হবে এরপর যেকোনো একটি ব্রাউজার চালু করে সেখানে অ্যাড্রেস বার এ গিয়ে লিখুন 192.168.0.1
- এই ওয়েবসাইটে প্রবেশ করার সাথে সাথে আপনার রাউটারের সরাসরি লগইন হয়ে যাবে।
- Wireless Setting এই অপশনে ক্লিক করুন।
- থ্রি ডট মেনুতে ক্লিক করুন এবং সেখান থেকে আপনাকে ওয়ারলেস সেটিং অপশনে প্রবেশ করতে হবে।
- আপনার সামনে ওয়াইফাই নেই যেটা আপনি দিতে চান তা যথাযথভাবে লিখুন।
- এখানে অনেক Security Mode থাকে সেখান থেকে আপনার যে Security Mode আছে সেটা দিবেন । তবে বেশির ভাগ থাকে WPA/WPA2-PSK Mixed (Recommended)।
- তারপরে থাকবে ওয়াইফাই পাসওয়ার্ড এখানে যে পাসওয়ার্ড দেওয়া আছে ওইটার পরিবর্তে আপনি যেটা দিতে চাইছেন সেটা দিতে হবে ।
- আপনি যে পাসওয়ার্ডটি ব্যবহার করতে চান তা লিখুন।
- নতুন করে লগইন করতে হলে আপনাকে অবশ্যই নতুন পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হবে।
এই হল ওয়াইফাই পাসওয়ার্ড বা টেন্ডা রাউটার পাসওয়ার্ড সেট আপ করার নিয়ম। আশা করব আমাদের দেয়া তথ্যের ভিত্তিতে আপনি খুব সহজেই তা উল্লেখ করতে পেরেছেন এবং কিভাবে তা পরিবর্তন করতে হয় তা সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছেন। দেশের অন্যান্য যে কোন ব্র্যান্ডের রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য আর্টিকেলগুলো পড়তে পারেন।