TVS মোটরসাইকেল পার্টস এর দাম ২০২৩

যাতায়াতের জন্য অনেকেই আমরা ব্যবহার করে থাকি বিভিন্ন ধরনের মোটরসাইকেল। যেগুলোর মাধ্যমে খুব সহজেই চলাফেরা করা সহজ হয়। বাংলাদেশে যেমন বিভিন্ন রকমের মোটরসাইকেল দেখা যায়। তেমনি একটি মোটরসাইকেলেও থাকে বিভিন্ন রকম পার্টস।
একটি মোটরসাইকেল তৈরি হয়ে থাকে বিভিন্ন রকম পার্টস এর সমন্বয়ে। তবে প্রায় সময় মোটরসাইকেল এর পার্টসগুলো নষ্ট হয়ে থাকে। বা বিভিন্ন পার্টস আছে যেগুলো অনেকদিনের ব্যবহার হয়ায় সেগুলো আর তেমনভাবে কাজে আসে না। যার কারণে নতুন পার্টস প্রয়োজন হয় একটি মোটরসাইকেলে।
তাই আজকে আমরা এই আর্টিকেলে প্রকাশ করতে যাচ্ছি বা আলোচনা করতে যাচ্ছি। tvs মোটরসাইকেল এর বিভিন্ন পার্টসের সম্পর্কে। এমনকি tvs মোটরসাইকেলের বিভিন্ন পার্টস এর দাম সম্পর্কেও আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনারা হয়তো প্রায় সময় টিভিএস মোটরসাইকেলের বিভিন্ন রকমের পার্টস এর সন্ধান করে থাকেন বা কিনে থাকেন। তবে এ সমস্ত পার্টসগুলোর ন্যায্য মূল্য সম্পর্কে অনেকেই জানেনা। যার কারণে পার্টস কিনতে গিয়ে অনেকেই ঠকছে বেশি দাম দিয়ে।
তাই বর্তমানে আপনাদের যেন আর ঠকতে না হয়। তার জন্যই আমরা এ আর্টিকেলে প্রকাশ করছি টিভিএস মোটরসাইকেলের বিভিন্ন পার্টসের দাম সম্পর্কে। আপনারা আমাদের আর্টিকেলটি সম্পন্ন মনোযোগ সহকারে পড়ে বুঝতে পারবেন tvs মোটরসাইকেল এর কোন পার্টস এর দাম কত টাকা। বা কত টাকা হতে পারে তার ধারণা আপনারা খুব সহজেই নিতে পারবেন।
তাই আপনি যদি tvs মোটরসাইকেলের পার্টসগুলোর দাম সম্পর্কে জানতে চান। তবে আমাদের এই সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন। এবং জেনে নিন টিভিএস মোটরসাইকেলের বিভিন্ন পার্টসের দাম।
মোটরসাইকেলের পার্টস:
সাধারণত একটি মোটরসাইকেলের বিভিন্ন রকম পার্টস থাকে। সেই পার্টস গুলো হল,,, হেডলাইট, গিয়ার, ব্যাটারি, ক্লাছ, ব্যাক লাইট,আয়না সহ আরো বেশ কিছু পার্টস রয়েছে একটি মোটরসাইকেল। তাই আপনার মোটর সাইকেলটিতে যদি কোন পার্টস এর সমস্যা হয়ে থাকে। বা নষ্ট হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আলাদাভাবে এই পার্টসগুলো সংগ্রহ করতে পারবেন যে কোন মোটরসাইকেল পার্টস এর দোকান থেকে।
হেডলাইট:
প্রতিটি বাইকের মতোই tvs মোটরসাইকেলেও হেডলাইট ইউজ করা হয়েছে। তবে অধিকাংশ মানুষেরই বিভিন্ন কারণবশত হেডলাইট টি নষ্ট হয়ে থাকে বা ভেঙে থাকে। যার কারণে অনেকেই চিন্তা করে থাকে হেডলাইট টি পাল্টানোর। তাই আপনি যদি টিভিএস মোটরসাইকেলের হেডলাইট কিনতে চান। সেক্ষেত্রে আপনাকে ৪ থেকে ৪৫০০ হাজার টাকার মত দিতে হবে। বলা যায় ৫ হাজার টাকার মধ্যে আপনি ভালো মানের একটি হেডলাইট কিনতে পারবেন। যেটি আপনার tvs বাইকে নতুনভাবে আবার সৌন্দর্য ফিরে আনবে।
tvs বাইকের গিয়ার:
গিয়ার একটি মোটরসাইকেলের খুবই গুরুত্বপূর্ণ পার্টস। গিয়ার সাধারণত একটি বাইকের গতি বাড়াতে এবং কমাতে সাহায্য করে থাকে। তাই এর ব্যবহার প্রতিনিয়ত হওয়ায় প্রায় সময় গিয়ারের বডি ক্ষয় হয়ে যায়। ক্ষয় হওয়ার কারণে গিয়ার টি লুজ হয়ে থাকে। যার কারণে গতি কমাতে বা বাড়াতে প্রায় সময় সমস্যা হয়ে থাকে। তাই আপনি যদি tvs বাইকের একটি নতুন গিয়ার কিনতে চান। সেই ক্ষেত্রে আপনি ১ হাজার টাকা থেকে ১২০০ টাকার মধ্যে একটি মানসম্মত গিয়ার কিনতে পারবেন বলে মনে করা যাচ্ছে।
ব্যাটারি:
একটি বাইক পরিচালনার ক্ষেত্রে বা বাইক চালানোর ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ যেই পার্টস টি সেটি হলো ব্যাটারী। কেননা আপনি যখন গাড়ি স্টার্ট করবেন সে ক্ষেত্রে ব্যাটারির প্রয়োজন হয়ে থাকে।
তবে শুধুমাত্র স্টার্ট করার ক্ষেত্রেই ব্যাটারির প্রয়োজন হয় এমনটি নয়। আপনি যখন রাতের বেলায় বাইক চালাবেন সেই সময় আপনার প্রয়োজন হবে লাইটের বা হেডলাইটের। এবং সেই লাইটটি শুধুমাত্র আপনি ব্যাটারির মাধ্যমে চালাতে পারবেন। যে ব্যাটারিটি আপনার বাইকেই লাগানো রয়েছে।
বেশি পরিমাণ ব্যবহার হয়ায় ব্যাটারি প্রায় সময় নষ্ট হয়ে যায়। যার কারণে পরবর্তীতে ব্যাটারিটি পরিবর্তন করতে হয়। তাই আপনি যদি tvs বাইকের ব্যাটারি ক্রয় করতে চান। সে ক্ষেত্রে আপনাকে ২০০০ টাকা থেকে ২৫০০ টাকার মত খরচ করতে হবে তাহলে আপনি একটি উন্নত মানের বাইকের ব্যাটারি কিনতে পারবেন।
এতক্ষণে হয়ত আপনারা tvs বাইকের বিভিন্ন পার্টস এর দাম সম্পর্কে জানতে পেরেছেন। তাই আপনারা এই নির্ধারিত দাম অনুযায়ী tvs বাইকের প্রতিটি পার্টস ক্রয় করতে পারবেন যেকোনো মোটরসাইকেল পার্টস এর দোকান থেকে।