Vivo Y01 মোবাইলের দাম ও স্পেসিফিকেশন
স্মার্টফোনের বাজারে ভিভো মোবাইল কোম্পানি দীর্ঘদিন যাবৎ নিজেদের অবস্থান শক্ত করে ফেলেছে। গ্রাহকদের কথা চিন্তা রেখেই এই মোবাইল কোম্পানি সচরাচর বিভিন্ন বাজেটের মোবাইল ফোন বাজারে প্রকাশ করে চলেছে। গত 15 মে 2022 তারিখে ভারতের বাজারসহ এশিয়ার কয়েকটি দেশে লঞ্চ করল তাদের লেটেস্ট বাজেট হ্যান্ডসেট ভিভো Y01।
মোবাইল ফোনটি লক হওয়ার পরপরই এশিয়া ও ইউরোপের বেশ কয়েকটি দেশে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে পাশাপাশি এই মোবাইলটির প্রি-অর্ডার অনলাইনে ইতিমধ্যে চলমান রয়েছে। আপনার যাদের পূর্বেই ভিভো মোবাইল ফোন ব্যবহার করার অভিজ্ঞতা রয়েছে তারা নতুন এই ফোনটি সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেছেন তাদের উদ্দেশ্যে আমরা আজকের এই আর্টিকেলটি লিখেছি।
আজকের আলোচনার প্রেক্ষিতে আপনি ভিভো Y01 মডেলের মোবাইল টির দাম সম্পর্কে জানতে পারবেন। এক কথায় বলতে গেলে এত কম বাজেটে এত দারুন ফিচার এর মোবাইল ফোন অন্য কোন কোম্পানির এখন অব্দি প্রকাশ করেনি। সুতরাং আপনারা যারা কম বাজেটের ভালো ফোন খুঁজে চলেছেন তাদের জন্য এই মোবাইলটি সেরা অপশন হবে বলে মনে করি।
Vivo Y01 মোবাইলের স্পেসিফিকেশন
মোবাইল ফোন কেনার ক্ষেত্রে আমরা সর্বদা তার স্পেসিফিকেশন বা ফিচারের কি জেনে ফোনটি কিনতে আগ্রহী হই। তথ্যপ্রযুক্তির এই যুগে বর্তমানে আপনাকে মোবাইল ফোনের ফিচার সম্পর্কে জানার জন্য সরাসরি কোন কাস্টমার সার্ভিস সেন্টারের জায়গা যাওয়ার দরকার নেই ।আপনি বর্তমানে অনলাইন থেকে যে কোন মডেলের ফোনের স্পেসিফিকেশন খুব সহজে জানতে পারবেন।
তাই আলোচনার শুরুতে আমরা আপনাদের জন্যই ভিভো Y01 নতুন মডেলের এই ফোনটির ফিচার আলোচনা করেছি। সুতরাং আপনারা যারা এই ফোনটি কিনতে আগ্রহী তারা আমাদের এই তথ্যগুলো সংগ্রহ করে যাচাই করবেন। আপনাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই যে ফোন সংক্রান্ত যেসব তথ্য এখানে প্রদান করা হয়েছে তা ভিভো অফিশিয়াল ওয়েবসাইট থেকে সংগ্রহ করা।
পারফরম্যান্স
লেটেস্ট হ্যান্ডসেট ভিভো Y01 নতুন ফোনটিতে আপনি পাচ্ছেন ওয়ারড্রব স্টাইল ডিসপ্লে নচ সহ এসেছে এবং এটি Mediatek Helio P35 অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত। আপনারা যারা গেম খেলতে পছন্দ করেন তাদের জন্য এই মোবাইলটির সেরা অপশন হবে বলে ধারণা করা যাচ্ছে।
ভিভো ওয়াই 01 এই ফোনটিতে 2gb রম 32gb স্তরেজ সমৃদ্ধ মোবাইলটি বাজারে বর্তমানে পাওয়া যাচ্ছে। তাছাড়া আপনি এও মোবাইলটিতে 64 জিবি এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহার করতে পারছেন।
ডিজাইন ও ডিসপ্লে
ভিভো ফোনের মত দেখতে অসাধারণ সুন্দর। স্মার্টফোনটি দুটি ভিন্ন কালারস অফার করে। ভিভো ওয়াই০১ ফোনে ২০:৯ অ্যাসপেক্ট রেশিও সহ ৬।৫১ ইঞ্চির এইচডি+ (৭২০x১,৬০০ পিক্সেল) হ্যালো ফুল ভিউ ডিসপ্লে আছে। ডিসপ্লেতে ভিভোর নেটিভ আই প্রোটেকশন মোড সাপোর্ট করে, যা ফোনের ব্লু লাইটের নির্গমন কমাতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।
Oppo F2 Pro মোবাইলের দাম ও স্পেসিফিকেশন
ক্যামেরা
ফটোগ্রাফির জন্য সর্বদা ভিভো মোবাইল কোম্পানি নিজেদের নাম ছড়িয়েছে। স্মার্টফোনটির প্যানেলে সিঙ্গেল 8 মেগাপিক্সেল ক্যামেরা সেনসর দেখা মিলেছে যায় একটি এলইডি ফ্ল্যাশ এর সাথে যুক্ত। আবার ফোনের সামনের অংশে সেলফি ক্যামেরা জন্য 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বিদ্যমান। এক কথায় বলতে গেলে এত কম দামে অন্যান্য কোন মোবাইল কোম্পানি এত ভালো ক্যামেরা প্রদান করে না।
ব্যাটারি
সর্বোপরি দীর্ঘসময় পাওয়ার ব্যাকআপের জন্য Vivo Y01 এই স্মার্টফোনটিকে বিশাল 5000 মিলি এম্পিয়ার এর ব্যাটারি দেওয়া হয়েছে। যা দিয়ে আপনি অনেক ঘণ্টা পর্যন্ত ফোনটি ব্যবহার করতে পারবেন। ফোনটির কেনার সময় বক্সের সাথে আপনাকে একটি চার্জার প্রদান করা হবে 30 ওয়াটের। ফোনটি একটানা 16 থেকে 17 ঘন্টা ব্যবহার করা যাবে বলে মনে করা হচ্ছে যদি আপনি full4 যে ফোনটি ব্যবহার করেন।
অন্যান্য
ভিভো নতুন মোবাইল দিতে ফিচার এর কোনো শেষ নেই। মোবাইল ডিসপ্লে ক্যামেরা ইত্যাদির পাশাপাশি আরও বেশ কিছু ফিচার যুক্ত করা হয়েছে যা সময়ের সবচেয়ে বেশি উপযোগী। এছাড়া Vivo Y01-এর কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ৪জি এলটিই, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস/ এ-জিপিএস এবং মাইক্রো-ইউএসবি পোর্ট। নিরাপত্তার জন্য এই নয়া ভিভো হ্যান্ডসেটে ‘ফেস ওয়েক’ ফিচারটি রয়েছে, যা ডিভাইসের সামনের দিকে তাকিয়ে এটি আনলক করতে সহায়তা করে।
Vivo Y01 মোবাইলের দাম
ভারতের বাজারে এই মোবাইলটির মার্চ মাসের শুরুর দিকে লঞ্চ হওয়ার কথা থাকলেও মে মাসের 15 তারিখে ফোনটি দেশের বাজারে প্রকাশ করা হয়। বাংলাদেশের বাজারে অতিশীঘ্রই মোবাইলটি পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। তবে দেশের জনপ্রিয় ই-কমার্স ওয়েবসাইট দারাজ ইতিমধ্যে এই মোবাইলটির প্রি-অর্ডার ইভেন্ট চালু করেছে।
একজন বাংলাদেশী হওয়ার কারণে আপনি অবশ্যই চাইবেন এই মোবাইল টির দাম সম্পর্কে জানতে। আপনাদের জানানোর উদ্দেশ্যে বলতে চাই যে ভিভোর নতুন এই মোবাইলটি শুধু মাত্র একটি পাওয়া যাচ্ছে। 2gb রম 32gb স্তরেজ মডেলের ফোন করার জন্য আপনাকে 8999 টাকা খরচ করতে হবে।