Mobile Phone

২০ হাজার টাকার মধ্যে ভালো ফোন ২০২৪

বাংলাদেশের বেশীরভাগ স্মার্টফোন ব্যবহারকারীদের ফোন কেনার ক্ষেত্রে বাজেট হয়ে থাকে 10000 টাকা থেকে 20000 টাকার মধ্যে। দেশের বাজারে স্মার্টফোনের চাহিদা দিন দিন বেড়েই চলেছে এ অবস্থার মোবাইল কোম্পানিগুলো গ্রাহকদের কথা মাথায় রেখেই 10 হাজার থেকে 20 হাজার টাকার মধ্যে অসাধারণ ফিচারের মোবাইল একের পর এক প্রকাশ করে চলেছে।

আজকে আমরা আপনাদের 20 হাজার টাকা বাজেটের অসাধারণ ফিচারের বেশ কয়েকটি ফোনের তালিকা প্রকাশ করেছে। যেখানে আপনি আপনার নির্ধারিত বাজেটের মধ্যেই মানসম্মত ফল পাবেন। চলুন জেনে নেওয়া যাক 20 হাজার টাকা বাজেটের মধ্যে সেরা কয়েকটি স্মার্টফোন সম্পর্কে যেগুলো বাংলাদেশের বাজারে অফিশিয়াল ভাবে পাওয়া যাচ্ছে।

২০ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৪

বর্তমান যুগ স্মার্টফোনের যুগ এখন আপনি এমন কাউকে খুঁজে পাবেন না যার হাতে একটি স্মার্টফোন নেই। সাধারণত মোবাইল ফোনের দাম সহজলভ্য হওয়ার কারণে এই ফোনগুলো সকলের হাতে পৌঁছে গিয়েছে। শাওমি রিয়েলমি ইত্যাদি চাইনিজ কোম্পানি ছাড়াও অনেক নামিদামি ব্র্যান্ডের 20000 টাকার মধ্যে বাজারে প্রকাশ করা হচ্ছে। 2022 সালে পাওয়া যাচ্ছে এমন কিছু 2000 টাকা বাজেটের সেরা স্মার্টফোনের তালিকা প্রকাশ করা হয়েছে আপনি অবশ্যই তা দেখবেন এবং আপনার পছন্দমত যেকোনো একটি ফোন ক্রয় করতে পারেন।

12 হাজার টাকার মধ্যে সেরা ফোন

20000 টাকার মধ্যে ভালো গেমিং ফোন

আমাদের তরুণ সমাজের বিশেষ করে গেম খেলার জন্য মোবাইল ফোন ব্যবহার করে থাকে যার কারণে ফোন কেনার পূর্বে তারা ফিচার হিসেবে ভালো প্রসেসর খোঁজে। কেননা বর্তমানে যে সকল অনলাইন ভিত্তিক গেম রয়েছে যেমন পাবজি ফ্রী ফায়ার ইত্যাদি এসকল গেম গুলো আপডেট হওয়ার কারণে অনেক ভারী। অর্থাৎ ভালো প্রসেসর না হলে এই গেমগুলো খেলার সময় লাগতে পারে তাই আপনাদের উদ্দেশ্যে ও 20 হাজার টাকা বাজেটের বেশ কয়েকটি মডেলের ফোন ফিচার ও দাম নিয়ে উপস্থিত হয়েছে।

Screenshot-2022-04-12-at-8-03-40-AM

10000 টাকার মধ্যে ভালো মোবাইল

রিয়েলমি সি৩ – Realme C3

দেশের বাজারে রিয়েল মি ফোনের এখন জয়জয়কার অবস্থা কম দামে ভালো গেমিং ফোন পাওয়া সম্ভব এটি অনেকটা কল্পনার বাইরে ছিল। কিন্তু রিয়েল মি মোবাইল কোম্পানি বাজারে নতুন একটি মডেলের ফোন প্রকাশ করার পর সকল ধারণা পাল্টে দিয়েছে। মাত্র 11 হাজার টাকার এই মডেলের ফোনটি গেমারদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে।

Screenshot-2022-04-12-at-8-02-16-AM

রিয়েল মি সি 3 মোবাইলটিতে বিশাল 6.5 ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। গেমারদের ব্যবহারের উপযোগী করার লক্ষ্যে ফোনটিতে 5000 মিলি এম্পিয়ার ব্যাটারী ব্যবহার করা হয়েছে যা দিয়ে আপনি একটানা অনেকক্ষণ গেম খেলার সুযোগ পাচ্ছেন। রিয়েল মি 3gb র্যাম ও 32gb ইন্টার্নাল স্তরেজ ফোনটিতে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ এর ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

কম দামে ভালো মোবাইল

মোবাইলটি বাজারের যেকোন শোরুম থেকে কিনতে হলে আপনাকে দাম দিতে হবে 10990 টাকা মাত্র।

ওয়ালটন আরএক্স৮ মিনি – Walton RX8 Mini

মাত্র 12000 টাকায় স্ন্যাপড্রাগন প্রসেসর তাও আবার 6.3 ফুল এইচডি ডিসপ্লে এমন একটি ফিচার শুনে আপনি সত্যিই অনেক অবাক হতে পারেন। কেননা এত ভালো ফিসারের ফোনের দাম অবশ্যই 30 হাজার টাকার বেশি হওয়ার কথা। কিন্তু আপনাদের জন্য সুখবর বাংলাদেশের একমাত্র দেশি ফোন ওয়ালটন কম্পানি সম্প্রতি নতুন মডেলের একটি ফল প্রকাশ করেছে এ ফোনটি ওয়ালটন আরএক্স 8 মিনি।

Screenshot-2022-04-12-at-8-02-28-AM

Rx8 মিনি ব্যবহার করা হয়েছে স্নাপড্রাগণ 660 আপনি বাজারে 4gb রম 64gb ইন্টার্নাল স্তরেজ পাবেন। ফোনটিতে ক্যামেরার দিকে বিশেষ নজরদারি করা হয়েছে যেখানে ত্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। তবে ফোনের ব্যাটারি দিকে বিশেষ ঘাটতি রয়েছে যেখানে 3600 মিলি এম্পিয়ার এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে। কম বাজেটে গেমিং এর জন্য যারা স্ন্যাপড্রাগন প্রসেসর ফোন খুঁজছেন তাদের জন্য আদর্শ একটি হতে পারে।

ওয়ালটন মোবাইলের দাম

ওয়াল্টন আর এক্স 8 মিনি আপনি যেকোন ওয়ালটন শোরুম থেকে মাত্র 11999 টাকা দিয়ে কিনতে পারেন।

রিয়েলমি ৫আই – Realme 5i

13 হাজার টাকার মধ্যে ব্যবহার উপযোগী ভালো পারফর্মেন্স ও গেম খেলা যাবে এমন ফোন খুঁজেছেন। তাহলে আপনার জন্য রিয়েল মি ফাইভ আই ফোনটি যথা উপযুক্ত। কেননা ফোনটি অনেকে ব্যবহার করেছেন যার পারফরম্যান্স এক কথায় অসাধারণ কেননা ফোনের প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে স্নাপড্রাগণ 665।

Screenshot-2022-04-12-at-8-02-38-AM

13 হাজার টাকার ফোন হিসেবে রিয়েল মি ফাইভ আই ফোনটিতে আপনি পাচ্ছেন 4gb রম 64gb ইন্টার্নাল স্তরেজ। কোয়াদ ক্যামেরা সেটআপ এর ফোন রিয়েলমি 5 হাজার মিলিঅ্যাম্পিয়ার। এছাড়াও ফোনটির পেছনে ব্যবহার করা হয়েছে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

রিয়েল মি মোবাইলের দাম

রিয়েল মি 5 আই এ ফোনটি কিনতে হলে আপনাকে 12990 টাকা নগদ গুনতে হবে।

রিয়েলমি নারজো ৩০এ – Realme Narzo 30A

সম্প্রতি বাজারে প্রকাশ পেয়েছে রিয়েলমি নারজো ৩০এ মডেলের নতুন ফোন যা যেকোন দামের স্মার্টফোনের লিস্টে সেরা কাতারে দামের দিক থেকে অসাধারণ জন্য যথোপযুক্ত। 6 হাজার মিলিঅ্যাম্পিয়ার বিশাল ব্যাটারি ব্যবহার করা হয়েছে ও মিডিয়াটেক হেলিও g5 প্রসেসর এর রিয়েল মি দেশের গেমার প্রথম পছন্দের তালিকায় হতে পারে।

Screenshot-2022-04-12-at-8-02-47-AM

গেমিং কেন্দ্র করে তৈরি হওয়ার কারণে এর প্রধান আকর্ষণ এর চিপসেটের থাকছে রয়েছে 18 ওয়াট এর ফাস্ট চার্জিং সাপোর্ট। ক্যামেরার দিকে লক্ষ্য রাখলে দেখা যায় যে 13 মেগাপিক্সেলের ক্যামেরা ফোন এবং সামনের অংশে 8-megapixel সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে বাজারের যেকোন দোকান থেকে ফোনটি 12990 টাকা দিয়ে ক্রয় করা সম্ভব।

ইনফিনিক্স হট ১০ –  Inifinix Hot 10

দামে কম মানে ভালো এই লক্ষ্য নিয়ে ইনফিনিক্স মোবাইল কোম্পানি বাজারে একের পর এক কম দামে ফোন বের করে চলেছে যার কারণে দেশের বাজারে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠেছে ইনফিনিক্স এর স্মার্টফোনগুলো এরই ধারাবাহিকতায় সম্প্রতি বাজারে প্রকাশ পেয়েছে ইনফিনিক্স হট 10 নতুন মডেলের এই ফোনটি।

Screenshot-2022-04-12-at-8-02-55-AM

এই ফোনটিতে রয়েছে 4 জিবি রেম 128 জিবি ইন্টারনাল স্টোরেজে চলবে শক্তিশালী হেলিও g70 দাঁড়া 16 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে এবং সামনের অংশে সেলফিতে 8 মেগাপিক্সেল এর ক্যামেরা ব্যবহার করা হয়েছে। একদিন 5200 মিলি এম্পিয়ারের শক্তিশালী বিরাট আকারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে যা দিয়ে আপনি একটানা অনেকক্ষণ গেম খেলতে পারবেন।

ইনফিনিক্স মোবাইলের দাম

দেশের বাজারে ইনফিনিক্স হট 10 এই মোবাইলটি ক্রয় করতে হলে আপনাকে 12990 টাকা দিতে হবে।

রিয়েলমি ৯আই – Realme 9i

বাজারে প্রকাশ পেয়েছে রিয়েলমি নাইন আই নতুন মডেলের একটি ফোন এই মোবাইলটি স্নাপড্রাগণ 680 ও 50 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। রিয়েল মি 4 জিবি র্যাম 64 জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্ট বাজারে পাওয়া যাচ্ছে। অন্যদিকে 6 জিবি রেম 128 জিবি স্টোরেজ রিয়েলমি 9i আপনি চাইলে ক্রয় করতে পারেন বাজার দাম 17 হাজার 490 টাকা 4 জিবি রেম 64 জিবি র্যামের ক্ষেত্রে ও 6 জিবি রেম 128 জিবি স্টোরেজ এর মডেলের দাম 19 হাজার 490 টাকা।

স্যামসাং গ্যালাক্সি এম১২ – Samsung Galaxy M12

চলে এলাম স্যামসাংয়ের কম বাজেটের ভালো একটি ফোনের ফিচার নিয়ে স্যামসাং গ্যালাক্সি m2 সিরিজের নতুন একটি ফোন। যা দেখতে খুবই সুন্দর যেখানে ব্যবহার করা হয়েছে 6.5 ইঞ্চেস 90 হার্স রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লে এবং সেটে আনা হয়েছে বিরাট পরিবর্তন যেখানে স্যামসাংয়ের নিজস্ব এক্সিনোস 850 চিপসেট ব্যবহার করা হয়েছে।

Screenshot-2022-04-12-at-8-03-12-AM

48 মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ রয়েছে স্যামসাং গ্যালাক্সি m2 মোবাইলটিতে 6gb রম 128gb রম সমৃদ্ধ ব্যাটারি ব্যাকআপ এর দিকে বিশেষ নজরদারি করে 6 হাজার মিলিয়াম্পেরে বিশাল ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

স্যামসাং মোবাইলের দাম

আপনি যদি ফোনটি কিনতে আগ্রহী হন তাহলে আপনাকে নগদ 18499 টাকা গুনতে হবে।

স্যামসাং গ্যালাক্সি এম২১ – Samsung Galaxy M21

20000 টাকার মধ্যে সেরা স্মার্টফোনের যে তালিকা করা হয়েছে তার মধ্যে শক্ত স্থান দখল করে রেখেছে স্যামসাং গ্যালাক্সি m21। মোবাইল টি ফোন পাওয়া যাবে 4gb রম 64gb ইন্টার্নাল স্তরেজ 16999 টাকা। অন্যদিকে 18999 টাকায় পাওয়া যাবে আরও একটি নতুন ভেরিয়েন্ট 6 জিবি রেম 128 জিবি ইন্টারনাল স্টোরেজ।

Screenshot-2022-04-12-at-8-03-17-AM

হিসেবে ব্যবহার করা উচিত হিসেবে ব্যবহার করা হয়েছে স্যামসাং এর নিজস্ব চিপসেট এক্সিনোস 9611। ক্যামেরার দিকে লক্ষ রাখা যায় যে 48 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এর পাশাপাশি ফোনটিতে রয়েছে 6000 মিলি এম্পিয়ারের ব্যাটারি।

Related Articles

Back to top button
Close