Technology

এন্ড্রয়েড ফোনে অ্যাপ হাইড করার উপায় (স্যামসাং, শাওমি, রিয়েল মি, ওয়ানপ্লাস)

প্রতিটি এন্ড্রয়েড ফোনে আমরা সাধারণত বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকি নিজেদের কাজের সুবিধার্থে। এগুলো সাধারণত আমরা ইন্টারনেটে বিভিন্ন জায়গায় প্রবেশ করতে পারি পাশাপাশি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের প্রোফাইল তৈরী করতে পারে। আপনি যদি আপনার অ্যান্ড্রয়েড ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আপনার ফোনে কোন ধরনের অ্যাপ ইন্সটল করতে পারবেন ঠিক তেমনি সেই অ্যাপটি আনইন্সটল করার অপশন রয়েছে।

কিন্তু অনেক সময় হয়েছে আমরা আমাদের যে সকল অ্যাপ গুলো অনেক দিন যাবত ব্যবহার করি না তা আনইন্সটল করে রাখতে। আমাদের বন্ধুদের থেকে ভোট চাইতে পারে এ অবস্থায় আপনার কাছে বিভিন্ন ধরনের গোপন তথ্য থাকতে পারে। আপনি অবশ্যই চাইবেন আপনার তথ্যটি গোপন থাকে এবং আপনার ওই বন্ধু আপনার ওই অ্যাপ্লিকেশনটি যাতে কোনভাবে প্রবেশ করতে না পারে।

আনইন্সটল করার সম্পর্কে ধারনা থাকলেও কিভাবে এন্ড্রয়েড ফোনে এড করতে হয় তা সম্পর্কে অনেকেই অবগত নন। তাই তাদের সাহায্য করার লক্ষ্যে আজকের এয়ার টিকেট লেখা হয়েছে যেখানে আমরা সাবলীলভাবে আপনাদের সামনে বেশ কিছু তথ্য উপস্থাপন করেছি যেগুলো অনুসরণ করলে আপনি যেকোনো এন্ড্রয়েড ফোনে আপনার মোবাইল অ্যাপলিকেশন হাইড করতে পারবেন।

এন্ড্রয়েড ফোনে অ্যাপ হাইড করার উপায়

কিছু কিছু অ্যানড্রয়েড ফোন রয়েছে যে সকল ফোনগুলোতে সাধারণত ফিচার হিসেবে App Hide করার বিশেষ ব্যবস্থা রয়েছে। আপনি যদি স্যামসাং শাওমি রিয়েল মি অথবা বেশকিছু স্বনামধন্য মোবাইল কোম্পানির ফোন ব্যবহার করে থাকেন তাহলে আপনি সেটিং অপশনে থেকেই আপনার অ্যাপ্লিকেশনটি হাইড করতে পারবেন। তবে এক্ষেত্রে আপনাকে বিশেষ নির্দেশনা অনুসরণ করতে হবে নিচের অংশে আমরা প্রতিটি ফোনের মডেল অনুসারে ধারাবাহিকভাবে অ্যাপলিকেশন হাইড করার পদ্ধতি আলোচনা করেছি।

স্যামসাং ফোনে অ্যাপ হাইড করার উপায়

আপনি যদি একজন স্যামসাং মোবাইল ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আপনার জন্য বিশেষ এ নির্দেশনা যে জনপ্রিয় এই মোবাইল কোম্পানি তাদের গ্রাহকদের জন্য যে সকল ফিচার প্রয়োজন তা সবকিছু ব্যবহার করেছে। যার কারণে এই ব্র্যান্ডের মোবাইল ব্যবহারকারীরা তাদের built-in ফিচারস অফ ফোনের মাধ্যমে অ্যাপলিকেশন হাইড করার সুযোগ পাচ্ছেন।

ফোনে ডু নট ডিস্টার্ব চালু করুন

আপনি কি জানেন কিভাবে স্যামসাং ফোনে অ্যাপলিকেশন হাইড করতে হয় যদি না জেনে থাকেন তাহলে নিচের অংশ থেকে আমাদের নির্দেশনা অনুসরণ করুন এবং আপনার কাজটি সম্পন্ন করুন।

  • প্রথমেই আপনাকে অ্যাপ ড্রয়ারে প্রবেশ করুন।
  • উপরে ডানদিকে থাকা থ্রি-ডটে ট্যাপ করুন।
  • Home screen settings / Settings ওপেন করুন
  • Hide apps অপশন সিলেক্ট করুন ।
  • যে অ্যাপটি হাইড করতে চান, সেটি সিলেক্ট করুন ও Apply / Done অপশনে ট্যাপ করে কনফার্ম করুন।
  • আপনি এই সেটিং এর মাধ্যমে একাধিক অ্যাপলিকেশন হাইড করার সুযোগ পাবেন।

শাওমি/রেডমি ফোনে অ্যাপ হাইড করার উপায়

সময়ের সবচেয়ে জনপ্রিয় মোবাইল কোম্পানি শাওমি রেডমি তাদের এনড্রয়েড ফোনের বিশেষ ফিচার হিসেবে যে কোন এপ্লিকেশন লোকানোর সুব্যবস্থা করেছে। কেননা এ ক্ষেত্রে আগ্রহ করা অনেক বেশি সুরক্ষিত থাকেন তাদের মোবাইল ফোন নিয়ে যাতে করে অন্য কেউ তাদের ফুর্তি হাতে পেলেও বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন এ প্রবেশ করতে পারবে না। আপনি যদি একজন ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আপনার সেটিং অপশনে App Hide করার অপশন পেয়ে যাবেন।

মেসেঞ্জারে স্ক্রিনশট বন্ধ করার উপায়

  • শুরুতেই আপনাকে Settings থেকে Apps মেন্যুতে প্রবেশ করুন।
  • App lock অপশনে ক্লিক করুন।
  • এরপর হাইড করা অ্যাপের জন্য পাসকোড প্রদান করুন। আপনি চাইলে আপনার ফিঙ্গারপ্রিন্ট অথবা প্যাটার্ন ব্যবহার করতে পারেন।
  • Hidden Apps অপশনে প্রেস করুন।
  • যেসব অ্যাপ হাইড করতে চান, সেগুলো সিলেক্ট করুন।
  • পরিশেষে কাংখিত অ্যাপ হাইড হয়ে যাবে।

রিয়েলমি/অপো অ্যাপ লুকানোর উপায়

রিয়েলমি ওপো ব্যবহারকারীরা এই বিশেষ সুবিধা পাচ্ছেন। কোন কারনে আপনার মোবাইল ফোনে ব্যবহার করা ইনস্টল অ্যাপ্লিকেশনটি যদি লুকাতে চান এক্ষেত্রে আপনার সেটিং অপশন থেকে সহজে তা এক্টিভেট করতে পারবেন। আমাদের দেওয়া নিচের নির্দেশনা অনুসরন করুন এবং সহজেই আপনার ফোনের যেকোন অ্যাপলিকেশন হাইড করুন।

  • প্রথমে আপনাকে মোবাইলের সেটিংস অপশন থেকে প্রাইভেসি অপশনে ক্লিক করতে হবে ।
  • এরপর আপনার সামনে বেশ কিছু সেটিং প্রদর্শিত হবে সেখান থেকে খুঁজে নিয়ে “App Lock” অপশনে ট্যাপ করুন।
  • এরপর লক এর জন্য পাসকোড সেট করুন।
  • যেসব অ্যাপ হাইড করতে চান সেগুলো সিলেক্ট করুন App Lock ও Hide from home screen অপশন চালু করুন।

ভিভো

আপনি ভিভো ফোন ব্যবহারকারী হলেও হতাশ হওয়ার কারণ নেই কারণ এই মোবাইলটিতে সাধারণত সেটিং অপশন থেকেই যে কোন এপ্লিকেশন লোকানোর ব্যবস্থা করা হয়েছে।

  • প্রথমেই আপনাকে ফোনের সেটিং অপশনে প্রবেশকরে ফিঙ্গারপ্রিন্ট লক অথবা পাসোয়ার্ড অপশনে ক্লিক করুন।
  • পরবর্তীতে Privacy and app encryption সিলেক্ট করুন।
  • এরপর Hide app অপশনে ট্যাপ করুন
  • যেসব অ্যাপ হাইড করতে চান সেগুলো লিস্ট থেকে নির্বাচন করুন।
  • এরপর উক্ত অ্যাপ রিসেন্ট অ্যাপ ইন্টারফেস থেকে মুছে ফেলুন যাতে সব জায়গা থেকে হাইড হয়ে যায়।

ওয়ানপ্লাস

বর্তমানে উন্নত মানের যেসকল ফোনগুলো বাজারে প্রকাশ পেয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করেছে ওয়ানপ্লাস। এই ফোনের ফিচার রাখা হয়েছে অসাধারণ কিছু যা আপনাকে অবশ্যই আকর্ষিত করবে। কোন কারণে আপনি যদি ওয়ানপ্লাস মোবাইলের যেকোনো ধরনের অ্যাপ্লিকেশন হাইড করতে চান তাহলে নিচের নির্দেশনা অনুসরন করুন।

  • অ্যাপ ড্রয়ার ওপেন করুন ও ডানদিকে সোয়াইপ করুন।
  • অ্যাপ এড করতে + আইকনে ক্লিক করুন।
  • চেকমার্কে ট্যাপ করে কনফার্ম করুন।
  • ডান দিকের টপ কর্নারে থাকা থ্রি ডট এ Click করুন।
  • এরপর Enable password অপশন ব্যবহার করে সর্বোচ্চ নিরাপত্তার জন্য পাসওয়ার্ড সেট করুন। আপনি চাইলে আপনার পছন্দমত যেকোন ছয় ডিজিটের পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন।
  • পরবর্তীতে হাইড করা অ্যাপ পুনরায় এক্সেস করতে চাইলে একই মেন্যু থেকে আগে আনহাইড করে নিতে হবে।

থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে অ্যাপ হাইড করুন

যে সকল মোবাইলের সেটিং অপশন থেকে কোন ধরনের অ্যাপলিকেশন হাইড করার ব্যবস্থা নেই তারা নিরাশ হওয়ার কোনো কারণ নেই কেননা থার্ড পার্টি এপ্লিকেশন ব্যবহার করার মাধ্যমে আপনি এই ব্যবস্থা গ্রহণ করতে পারেন। গুগল প্লে স্টোর থেকে যেকোনো ধরনের একটি লঞ্চার ব্যবহার করে অথবা অ্যাপলিকেশন হাইড লিখে সার্চ করলে আপনি বেশ কিছু অ্যাপ্লিকেশন সামনে পাবেন। আপনি আপনার পছন্দমত যেকোন third-party অ্যাপ ব্যবহার করে আপনার অ্যাপ্লিকেশন টাইপ করতে পারবেন।

Related Articles

Back to top button
Close