Technology

উইন্ডোজ ১১ অটো আপডেট বন্ধ করার নিয়ম

গতবছর কম্পিউটার ব্যবহারকারীদের জন্য মাইক্রোসফটের উইন্ডোজ 11 প্রকাশ করে। উইন্ডোজ ১১ তে প্রতি মাসে দরকার অনুযায়ী মেইন্টেনেন্স ও সিকিউরিটি আপডেট আসে। এ আপডেট গুলো সাধারণত আপনার কম্পিউটারের সার্বিক দুর্বলতা বাগ ফিক্স ও পারফর্মেন্স এর উন্নতির কারণ ব্যবহার করা হয়।

কিছু কিছু ক্ষেত্রে এই আপডেটগুলো অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যায়। তবে আমাদের মাঝে অনেকেই রয়েছে যারা মোবাইল ডাটা ইন্টারনেট হটস্পট ব্যবহার করে তাদের কম্পিউটারে ইন্টারনেট চালায়। এ অবস্থায় তাদের সীমিত পরিমাণে ইন্টারনেট থাকে যার কারণে তাদের কাছে এটা অত্যন্ত ব্যয়বহুল হয়ে থাকে। যদিও এই আপডেটগুলো মাঝেমধ্যে নতুন ফিচার নিয়ে আসে এই প্রক্রিয়াতে অধিকাংশ সময় উন্নয়ন আসলেও প্রতি আপডেট সিস্টেম পরিবর্তন কারো কারো কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। পূর্বের ব্যবহৃত ফিচার গুলো তার কাছে বেশ পরিচিত লাগে এবং নতুন আপডেটে সবকিছু এলোমেলো হয়ে যায় ।

আপনি যদি ইতিমধ্যে আপনার উইন্ডোজ 11 নিয়ে খুশি থাকেন তাহলে উইন্ডোজ 11 এর অটোমেটিক আপডেট বন্ধ করার সিদ্ধান্ত নিতে পারেন। এই পোস্টে আমরা আপনাদের দেখাবো উইন্ডোজ আপডেট বন্ধ কিভাবে করতে হয় তার সম্পর্কে বিস্তারিত তথ্য।

সেটিংস থেকে উইন্ডোজ ১১ অটোমেটিক আপডেট বন্ধ করার নিয়ম

সেটিং থেকে খুব সহজে উইন্ডোজ 11 এর অটো আপডেট বন্ধ করা সম্ভব তবে অটো আপডেট বন্ধ করা অনিশ্চিত এবং অস্থায়ী। তবুও আপনি যদি সেটিংস থেকে উইন্ডোজ 11 আপডেট বন্ধ করতে চান তাহলে নিচের নির্দেশনা অনুসরন করুন।

Screenshot-2022-03-12-at-9-16-34-AM


Screenshot-2022-03-12-at-9-16-43-AM

  • আপনার কম্পিউটার ওপেন করে সেটিংস অপশন এ প্রবেশ করুন
  • লেফট প্যানেল থেকে Windows Update সিলেক্ট করুন
  • More Updates এর নিচে Pause Updates নামে একটি অপশন দেখতে পাবেন উক্ত অপশনে ক্লিক করলে আপনি এক সপ্তাহের জন্য আপনার উইন্ডোজ আপডেট অটোমেটিক্যালি বন্ধ করতে সক্ষম হবেন।

উল্লেখ্য যে আপনি এই পদ্ধতি অনুসরণের মাধ্যমে মাত্র সাত দিনের জন্য উইন্ডোজ 11 এর অটো আপডেট বন্ধ করতে পারবেন। এরপর আবার পুনরায় আপনার কম্পিউটার অটোমেটিক আপডেট চালু হবে। তাই নির্ধারিত দিন শেষ হওয়ার আগেই পুনরায় একই পদ্ধতি অনুসরণ করে আপডেট 7 দিনের জন্য বন্ধ করুন।

উইন্ডোজ সার্ভিস থেকে অটোমেটিক আপডেট বন্ধ করার নিয়ম

উইন্ডোজ সার্ভিস থেকেও উইন্ডোজ 11 এর অটো আপডেট বন্ধ করা সম্ভব এটি একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া উইন্ডোজ আপডেট বন্ধ করতে

Screenshot-2022-03-12-at-9-16-53-AM

  • Windows Key + R Key একসাথে প্রেস করে Run প্রোগ্রাম চালু করুন।
  • Services.msg লিখে Enter প্রেস করুন।
  • Services (Local) এর মধ্যে স্ক্রল করে Windows Update অপশন খুঁজে বের করুন ও ডাবল ক্লিক করুন।
  • General ট্যাবে Startup type এর পাশে থাকা ড্রপ ডাউনে ক্লিক করুন ও Disabled সিলেক্ট করুন।
  • এরপর Apply অপশনে ক্লিক করুন ও Ok চেপে সেভ করুন।

এ পদ্ধতি অবলম্বন করে আপনি উইন্ডোজ 11 এর অটো আপডেট বন্ধ করতে পারবেন তবে সেটিংস এর মাধ্যমে চাইলে ম্যানুয়ালি আপডেট করা সম্ভব আপডেট পুনরায় আবার চালু হয়ে যায় তাই ম্যানুয়ালি আপডেট বন্ধ করা অত্যন্ত জরুরি।

কানেকশন সেটিংস চেঞ্জ করে অটোমেটিক আপডেট বন্ধ করার নিয়ম

উইন্ডোজ নেটওয়ার্ক এন্ড ইন্টার্নেট সেটিংস আপনার কোন ওয়াইফাই নেটওয়ার্কে মিটার কানেকশন হিসেবে সেট করলে পিসিতে ইন্টারনেট ব্যবহারের পরিমাণ নির্দিষ্ট হয়ে যায়। কেননা তখন উল্টো ধরে নেয় যে উক্ত নেটওয়ার্কে সীমিত পরিমাণে ডাটা প্ল্যান ব্যবহার করা হয়েছে। তাই এ সেটিং চালু করলে উইন্ডোজ 11 অটোমেটিক আপডেট বন্ধ হয়ে যায়। আপনি এই সেবাটি পেতে হলে নিচের নির্দেশনা মেনে চলুন আমরা আশা করব এই মিটার কানেকশন সেট করলে আপনার অটো আপডেট বন্ধ হয়ে যাবে।

  • আপনার কম্পিউটারের সেটিং অপশনে ক্লিক করুন এবং নেটওয়ার্কের ইন্টার্নেট অপশন নির্বাচন করুন।
  • ওপরের অংশে অবস্থিত আপনার ব্যবহৃত নেটওয়ার্কের পাশে থাকা প্রোপার্টিজ অপশনে ক্লিক করুন।
  • মিটার কানেকশন এর পাশে থাকা অন করে দিন।
  • পরবর্তী ধাপে থাকা অটো আপডেট অপশনে ক্লিক করুন এবং তা এডভান্স অপশন সিলেক্ট করুন।
  • Download updates over metered connections এর পাশে থাকা টোগল অফ করে দিন।

মিটার কানেকশন লিমিট সেট করা না থাকলে আপনার সাধারন ব্যবহারে কোন সমস্যা হবে না। তবে অনেকেই মনে করে থাকেন যে ব্যাকগ্রাউন্ড ডাটা প্রসেসিং কাজ না করার ক্ষেত্রে সমস্যা হয়ে থাকে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে মিটার কানেকশন চালু করার ক্ষেত্রে আপনার কোন ধরনের সমস্যা হবে না।

রেজিস্ট্রি থেকে আপডেট বন্ধ করার নিয়ম

উইন্ডোজ রেজিস্ট্রি থেকে উইন্ডোজ 11 এর আপডেট অটোমেটিক্যালি বন্ধ করা সম্ভব এই প্রক্রিয়াটি কার্যকরী হওয়ার পাশাপাশি বিশেষ সতর্ক রয়েছে তাই খুব স্বাধীনতার সাথে উল্লেখিত নির্দেশনা অনুসরণ করুন এবং আপনার উইন্ডোজ 11 অটো আপডেট বন্ধ করুন।

Screenshot-2022-03-12-at-9-17-06-AM

Screenshot-2022-03-12-at-9-17-16-AM

  • প্রথমে আপনার পিসি চালু করে Windows Key + R Key একসাথে প্রেস করে Run চালু করুন।
  • এরপর regedit পরবর্তী ধাপে যান।
  • আপনার সামনে বেশকিছু প্রদর্শিত পপ-আপ অপশন আসবে তা ইয়েস অপশনে ক্লিক করুন।
  • ফোল্ডারের উপর একটি এড্রেস বার দেখতে পাবেন।
  • উক্ত এড্রেসবারে থাকা টেক্সট ক্লিয়ার করুন এবং HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Policies\Microsoft\Windows\WindowsUpdate\AU লিখে এন্টার চাপুন।
  • স্ক্রিনের খালি স্পেসে রাইট ক্লিক করুন ও প্রথমে New, তারপর DWORD (32bit) Value সিলেক্ট করুন।
  • No Auto Update নাম দিয়ে এন্টার চাপুন।
  • এরপর নতুন ভ্যালু তে ডাবল ক্লিক করুন ও Value Data সেট করুন 1।
  • OK প্রেস করে সেভ করুন।

উপরের দেওয়া সকল পদ্ধতি অবলম্বন করে আপনি যথাযথভাবে আপনার কম্পিউটারের উইন্ডোজ 11 অটোমেটিক অফ করতে পারবেন তবে আমরা এ তিনটি পদ্ধতির মধ্যে রেজিস্টার থেকে অটো আপডেট বন্ধ করার পদ্ধতিটি সবচেয়ে উত্তম বলে মনে করি তাই উক্ত পদ্ধতি অবলম্বন করা সবচেয়ে ভালো।

Related Articles

Back to top button
Close