Gadgets

গিজারের দাম ২০২৪ – কম দামে বাজারের সেরা গিজার

ষড়ঋতুর দেশ আমাদের এই বাংলাদেশ। ঋতুর চক্রাকারে কারণে আমাদের দেশে অক্টোবর মাসের শেষের থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত দীর্ঘ সময় ধরে শীতকাল থাকে। শীতকালে অত্যাধিক শীত থেকে বাঁচার জন্য আমরা বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করি। বিশেষ করে আমাদের পানি ব্যবহারের প্রতি আমাদের একটু নজরদারি করতে হয় কেননা শীতকালে যদি আপনি পানির মাধ্যমে ঠান্ডা লেগে যায় তাহলে বিভিন্ন ধরনের রোগ হতে পারে যেমন জ্বর সর্দি কাশি ইত্যাদি। এসকল শীতকালীন রোগ থেকে বাঁচার জন্য হলেও আপনাকে গরম পানি ব্যবহার করতে হবে।

আগের দিনের মানুষ গরম পানি সাধারণভাবে চুলায় মাধ্যমে ব্যবহার করত কিন্তু বর্তমানে অত্যাধুনিক প্রযুক্তির কারণে এখন আর আমরা চুলার ওপর নির্ভরশীল নয়। এখন আপনি খুব সহজেই আপনার বাথরুম থেকে শুরু করে ঘরের অন্যান্য স্থানে খুব সহজেই গরম পানি ব্যবহার করতে পারবেন। আর আপনার পানিকে গরম রাখার জন্যই যে ইলেকট্রনিক্স পণ্যের সবচেয়ে বেশি ভূমিকা পালন করবে তা হচ্ছে গিজার।

দেশের বাজারে নিত্যনতুন মডেলের বিভিন্ন ব্র্যান্ডের পাওয়া গেলেও আমরা বাজার থেকে সেরা পণ্যটি ক্রয় করার চেষ্টা করি। এক্ষেত্রে আমরা সাধারণভাবে একটি বাজেট নির্ধারণ করি এবং এই বাজেটের ওপর ভিত্তি করে বাজার থেকে গিটার কেনার চেষ্টা করি। আপনার বাজেট যেমনই হোক না কেন আপনি অবশ্যই চাইবেন এই শীতে সকল ধরনের রোগ থেকে বাঁচার জন্য গরম পানি ব্যবহার করতে। এ লক্ষ্যে আপনি হয়তো গিটার কেনার সিদ্ধান্ত নিয়েছেন। গিজার কেনার পূর্বে আপনাকে অবশ্যই তার দাম ও ব্র্যান্ড অনুসারে কোন কোন মডেল রয়েছে সে সকল তথ্যগুলো জানা জরুরী। এ লক্ষ্যে আমরা আপনাদের জানানোর উদ্দেশ্যে আজকের এই আর্টিকেলের মাধ্যমে বর্তমান বাজারে যে সকল ব্র্যান্ডের গিজার রয়েছে তার একটি তালিকা এবং দাম সম্পর্কে বিস্তারিত তথ্য শেয়ার করেছি।

গিজারের দাম বাংলাদেশ

গিজার এমন একটি ইলেকট্রনিক্স পণ্য যা আমরা গ্রাম থেকে শহরের সকল স্থানে এখন ব্যবহার করতে দেখা যায়। তবে তা কেনার পূর্বে আপনাকে অবশ্যই তার ধারণ ক্ষমতা এবং কতটুকু কার্যকারী ভূমিকা পালন করছে সে সম্পর্কে জানতে হবে। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইলেকট্রনিক্স কোম্পানি ওয়ালটন আরএফএল আরো বেশ কয়েকটি কোম্পানি বর্তমানে উন্নত মানের গিজার তাদের শোরুমগুলোতে সাজিয়ে রেখেছে। আপনি এখন চাইলে খুব সহজেই এখন সেগুলোর দাম ও মডেল সম্পর্কে জানতে পারবেন। নিচের অংশে আমরা ওয়ালটন আরএফএল শামীম এর সকল কোম্পানির গিজারের দাম উল্লেখ করেছি।

ওয়ালটন গিজারের দাম ২০২২

ওয়ালটন বাংলাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি ইলেকট্রনিক্স কোম্পানি হওয়ার কারণে আপনি এখানে এখন সকল ধরনের পণ্য পাবেন। যেহেতু আপনি দেশি ব্র্যান্ড কে প্রাধান্য দিচ্ছেন তাই গিজার কেনার ক্ষেত্রে আপনি ওয়ালটনের বেশ কয়েকটি গিজার পছন্দ করতেই পারেন। শীত পরার সাথে সাথেই ওয়ালটনের শোরুমগুলোতে ইতিমধ্যে ওয়ালটনের যেসকল নিত্য নতুন মডেলের রয়েছে তা পৌঁছে গিয়েছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক ওয়ালটনের যেসকল সেরা গিজার রয়েছে সেগুলো সম্পর্কে জানে এবং তাদের দাম বর্তমান বাজার অনুসারে কত ধার্য করা হয়েছে তাও উল্লেখ করি।

  • তাত্ক্ষণিক বৈদ্যুতিক ওয়াটার হিটার
  • 3 ধাপ তাপমাত্রা নিয়ন্ত্রণ
  • 100% তামা গরম করার উপাদান
  • শক্তি: 3500 W, বর্তমান: 16 A
  • বৈদ্যুতিক শক বিরুদ্ধে সুরক্ষা: ক্লাস-i
  • জলরোধী গ্রেড: IP25
  • স্টেপলেস তাপমাত্রা নিয়ন্ত্রণ
  • একাধিক পরিস্রাবণ
  • সুনির্দিষ্ট তাপ কাটা বন্ধ
  • সহজ স্থাপন
  • ওয়ারেন্টি: 1 বছর
  • সাম্প্রতিক মূল্য: টাকা 4,150

শামীম গিজারের দাম বাংলাদেশ

বাজারে শামীম ব্র্যান্ডের বর্তমানে বেশ কিছু গিজার পাওয়া যাচ্ছে যেগুলো চাইলে আপনার পছন্দের তালিকায় অন্তর্ভুক্ত করতে পারেন। দামে কম হলেও এই সকল গিজার গুলো ব্যবহারে অনেক সাশ্রয়ী এবং আপনি দীর্ঘ সময় ধরে তা ব্যবহার করতে পারবেন। তাছাড়া এই ডিজাইনগুলো সুনির্দিষ্ট তাপ কাটা বন্ধ, বৈদ্যুতিক শক থেকে সুরক্ষা পাওয়ার সকল ধরনের সুব্যবস্থা রয়েছে। আপনি বাজারের যেকোন ইলেকট্রনিক্সের দোকান থেকে গিয়ে সরাসরি শামীম গিজার ক্রয় করতে পারেন। এগুলোর দাম হিসেবে আপনি 3150 টাকার মধ্যে পেতে পারেন।

আর এফ এল গিজারের দাম

আরএফএল বাংলাদেশের জনপ্রিয় একটি ইলেকট্রনিক্স ও প্লাস্টিক ব্র্যান্ড। আপনারা হয়তো আরএফএল কে শুধুমাত্র প্লাস্টিক ব্র্যান্ড হিসেবে জেনে থাকবেন কিন্তু আপনি জানেন কি বর্তমানে এই কোম্পানি ইলেকট্রনিক্স বেশ কিছু পণ্য বাজারে সাপ্লাই দিচ্ছে। এরই ধারাবাহিকতায় আরএফএল কোম্পানির বেশকিছু কিজার তাদের শোরুমে দেওয়া হয়েছে। আপনাদের জানানোর উদ্দেশ্যে আরেফেলের যেসকল গিজার বর্তমান বাজারে পাওয়া যাচ্ছে তার একটি তালিকা এবং এদের দাম উল্লেখ করা হলো।

  • শক্তি: 2000 ওয়াট, 220V
  • তাপমাত্রা: সর্বোচ্চ 75″C
  • উচ্চ প্রভাব প্রতিরোধী ABS বডি
  • IPX4 জলরোধী
  • বাথরুম এবং রান্নাঘরের জন্য উপযুক্ত
  • নীচে বা উপরে সিঙ্ক ইনস্টলেশন
  • সামঞ্জস্যযোগ্য জল তাপমাত্রা
  • কম শক্তি খরচ
  • অটো-স্টপ ফাংশন
  • দুই বছরের ওয়ারেন্টি
  • মূল্য: টাকা। ৮,৫০০ – ১২,৩৫০

ভিশন কোম্পানির বেশকিছু গিজার এখন দেশের বাজারে পাওয়া যাচ্ছে। ভিশনের অফিশিয়াল শোরুম থেকে আপনি এখন চাইলে এই পণ্যগুলো ক্রয় করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করতে হবে এবং ভিশনের যে শোরুম রয়েছে সেখানে সরাসরি যোগাযোগ করতে হবে। যোগাযোগ করার পর আপনাকে সেখানকার কর্মচারীরা ওই সকল পণ্য গুলো দেখাবে। ভিশনের গিজার গুলোর একটু বিশেষত্ব রয়েছে যেগুলো আপনাকে সত্যি আকর্ষিত করবে। অফিশিয়াল দাম হিসেবে ভীষণ গিটারের মূল্য নির্ধারণ করা হয়েছে চার হাজার 550 টাকা।

Related Articles

Back to top button
Close