Technology

জিমেইল পাসওয়ার্ড উদ্ধার করার উপায় (ফোন নম্বর ও ইমেইল ছাড়াই পাসওয়ার্ড রিকভার)

গুগল মেইল অথবা জিমেইল এ নামটির সঙ্গে আমরা সকলেই পরিচিত। বিশেষ করে আমরা যারা ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে তারা এই জিমেইল সম্পর্কে বিস্তারিত জানেন। ইন্টারনেট জগতে যে কোন ওয়েব সাইটে একাউন্ট খোলার পাশাপাশি তথ্য ও ছবি দেশের ও বিদেশে আদান প্রদানের ক্ষেত্রে জিমেইল সর্বোত্তম মাধ্যম।

সাধারণত একটি জিমেইল একাউন্ট খোলা হয়ে থাকে ফোন নাম্বার এর ওপর ভিত্তি করে এবং আমাদের একটি ইমেইল আইডি দেওয়া হয় এবং পাসওয়ার্ড প্রদান করতে হয় যা অত্যন্ত গোপনীয়। কোনো কারণবশত আপনি যদি জিমেইল এর পাসওয়ার্ড ভুলে যান এ অবস্থায় আপনি দুশ্চিন্তায় পড়বেন।

তবে আপনার জন্য সুখবর হলো আপনি চাইলে খুব সহজে জিমেইলের পাসওয়ার্ড রিকভার অথবা পুনরুদ্ধার করতে পারবেন। আজকেরে আর্টিকেল পড়ার মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে জিমেইল এর পাসওয়ার্ড রিকভার করা যায় তা সংক্রান্ত বিস্তারিত তথ্য।

জিমেইলের পাসওয়ার্ড রিকভারি করা যায় মোট তিনটি পদ্ধতিতে আমরা এখানে তিনটি পদ্ধতি নিয়ে ধাপে ধাপে আলোচনা করেছি। নিচের অংশে আমরা তিনটি পাসওয়ার্ড রিকভারি নিয়ম তুলে ধরেছি এবং তা বিশ্লেষণ করার যথাসাধ্য চেষ্টা করেছি।

  • রিকভারি ইমেইল এর মাধ্যমে জিমেইল আইডির পাসওয়ার্ড উদ্ধার
  • মোবাইল নাম্বার এর মাধ্যমে জিমেইল আইডির পাসওয়ার্ড রিসেট
  • ইমেইল বা মোবাইল নাম্বার ছাড়া জিমেইল আইডির পাসওয়ার্ড রিকভার

রিকভারি ইমেইল এর মাধ্যমে ভুলে যাওয়া জিমেইল পাসওয়ার্ড উদ্ধার করার নিয়ম

আপনি যদি গুগোল একাউন্ট খোলার সময় রিকভারি ইমেইল ব্যবহার করে থাকেন অর্থাৎ জিমেইল একাউন্ট চালু করার সময় আপনার আত্মীয়স্বজন বা বন্ধু বান্ধবের অথবা আপনারা অন্য কোনো ইমেইল একাউন্ট রিকভারি ইমেইল হিসেবে ব্যবহার করেন তাহলে এই ইমেইল দ্বারা আপনি সহজেই আপনার জিমেইল পাসওয়ার্ড উদ্ধার করতে পারবেন।

Screenshot-2022-03-24-at-2-10-52-PM


Screenshot-2022-03-24-at-2-10-57-PM
Screenshot-2022-03-24-at-2-11-03-PM

  • প্রথমেই আপনি একটি ডিভাইস নির্বাচন করুন সেটি মোবাইলে হতে পারে আবার কম্পিউটার ও ইন্টারনেট কানেকশন রয়েছে।
  • একটি ব্রাউজার ওপেন করুন এবং এড্রেস বার এ গিয়ে লিখুন accounts.google.com ওয়েব সাইটে প্রবেশ করুন।
  • আপনি যে জিমেইল আইডির পাসওয়ার্ড ভুলে গিয়েছেন সেই জিমেইল আইডির এখানে লিখুন।
  • যেহেতু আপনি পাসওয়ার্ড রিকভারি করতে চান তাই Forgot Passworf ফরগট পাসওয়ার্ড অপশনে ক্লিক করুন।
  • একাউন্ট রিকভারি অপশনে ক্লিক করলে একাউন্ট খোলার সময় যে রিকভারি ইমেইল ব্যবহার করেছিলেন তা যথাযথভাবে লিখুন।
  • আপনার রিকভারি ইমেইলে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে উক্ত কোডটি কপি করে এখানে তা পেশ করুন।
  • আপনার ভেরিফিকেশন কোড যদি যথাযথভাবে প্রদান করেন তাহলে পরবর্তী ধাপে গেলে আপনাকে নতুন পাসওয়ার্ড প্রদান করার কথা বলা হবে আপনি একটি শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন যেখানে ইংরেজি বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর এবং বিভিন্ন প্রতীক ব্যবহার করতে হবে।
  • পূর্বের ব্যবহৃত পাসওয়ার্ডটি পুনরায় প্রদান করুন।
  • সাবমিট করলে আপনার নতুন পাসওয়ার্ড অ্যাক্টিভেট হয়ে গেছে আপনি আপনার জিমেইল একাউন্টের ড্যাশবোর্ডে প্রবেশ করতে পারবেন।

মোবাইল নাম্বার এর মাধ্যমে জিমেইল একাউন্ট রিকভার করার নিয়ম

আমরা আপনাদের পূর্বে জানিয়েছি যে জিমেইল আইডি খুলতে ফোন নাম্বার প্রয়োজন হয়। একটি ফোন নাম্বার দিয়ে পাঁচটির বেশি জিমেইল অ্যাকাউন্ট খোলা সম্ভব। আপনি কোনো কারণবশত আপনার জিমেইল একাউন্টের পাসওয়ার্ড যদি ভুলে যান এই অবস্থায় আপনার মোবাইল নাম্বার ব্যাবহার করে আপনি জিমেইল একাউন্টের পাসওয়ার্ড রিকভারি করতে পারবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে জিমেইল এর পাসওয়ার্ড রিকভারি করতে হয় মোবাইল নাম্বার দিয়ে তার সম্পর্কে জানি।

  • প্রথমে একটি ব্রাউজার ওপেন করে accounts.google.com ওয়েবসাইটে প্রবেশ করুন।
  • আপনার সামনে ইমেইল আইডি ও পাসওয়ার্ড দেওয়ার একটি অপশন আসবে।
  • আপনার ভেরিফিকেশন কোড টি সঠিক হলে নতুন পাসওয়ার্ড দেওয়ার অপশন আসবে সেখানে পাসওয়ার্ড লিখুনযেহেতু আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন তাই ফরগট পাসওয়ার্ড অপশনে ক্লিক করুন।
  • Try Another Way অপশনে ক্লিক করুন এবং আপনার ইমেইল একাউন্টে ব্যবহৃত ফোন নম্বরটি শেষের দুইটি ডিজিট দেখানো হবে। আপনার নাম্বারটি যদি সঠিক হয়ে থাকে এবং তা সচল হয় তাহলে তা নির্বাচন করুন এবং পরবর্তী ধাপে ক্লিক করুন।
  • আপনার ব্যবহৃত মোবাইলে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে তা নিচের ফাঁকা অংশ লিখুন।
  • আপনার দেওয়া ভেরিফিকেশন করতে যদি সঠিক হয়ে থাকে তাহলে আপনাকে নতুন পাসওয়ার্ড দেওয়ার অপশন দেয়া হবে নির্ধারিত স্থানে একটি শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন এবং তারা কনফার্মেশন এর জন্য পুনরায় পাসওয়ার্ড টি লিখুন।
  • পরিশেষে আপনার জিমেইলের পাসওয়ার্ড টি পরিবর্তন করার সফল হয়েছে।

ইমেইল বা মোবাইল নাম্বার ছাড়া জিমেইল একাউন্ট রিকভার নিয়ম

  • আগে থেকে রিকভারি ইমেইল বা ফোন নাম্বার আপনার ইমেইল একাউন্টে যোগ করা না থাকলেও আপনি চাইলেও ইমেইল বা মোবাইল নাম্বার ছাড়া জিমেইল একাউন্ট রিকভার করতে পারবেন। সেক্ষেত্রে জিমেইল টিম আপনার পাঠানো অনুরোধটি যাচাই করবে একাউন্টটি সত্যিই আপনার কিনা। তবে এই পদ্ধতিতে জিমেইল একাউন্টি রিকভার করার ব্যাপারটি সবসময় সফল নাও হতে পারে।
  • প্রথমেই জিমেইল লগইন পেজে আপনাকে প্রবেশ করতে হবে।
  • আপনার জিমেইল আইডি লিখে নেক্সট অপশনে ক্লিক করুন।
  • ফরগট পাসওয়ার্ড অপশনে সাবমিট করুন।
  • Try Another Way লিংকে ক্লিক করুন।
  • যেহেতু আপনি একাউন্ট খোলার সময় কোন মোবাইল নাম্বার ও রিকভারি ইমেইল ব্যাবহার করেননি I Don’t Have My Phone লিংকে ক্লিক করুন।
  • পরবর্তী ধাপে আপনার একটি সচল ইমেইল আইডি যথাযথভাবে লেখার চেষ্টা করুন।
  • এরপর গুগল আপনার একাউন্টে যাচাই করবে যদি আপনার দেওয়া তথ্যগুলো সঠিক হয়ে থাকে তাহলে গুগল আপনাকে পাসওয়ার্ড পরিবর্তন করার সুযোগ দেবে।
উপরে দেওয়া তথ্যগুলো সম্পূর্ণ নির্ভুল এবং আমরা বিগত কয়েক বছর ধরে জিমেইল একাউন্টের পাসওয়ার্ড এই নিয়মে করে আসছি। আমরা আশা করব আমাদের দেওয়া নির্দেশনা মেনে চললেই আপনি খুব সহজেই ইমেল পাসওয়ার্ড রিকভার করতে পারবেন। তবে কোন জিমেইল অ্যাকাউন্ট খোলার সময় অবশ্যই একটি রিকভারি ইমেইল অথবা ফোন নাম্বার ব্যবহার করবেন তাহলে আপনাকে কোন জটিলতার সম্মুখীন হতে হবে না।
গুগোল একাউন্ট জিমেইল সংক্রান্ত যেকোনো প্রশ্নের জন্য আমাদের নিচের কমেন্ট বক্স রয়েছে সে কমেন্ট বক্সে আপনার প্রশ্নটিই লিখুন আমরা আপনার প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। তাছাড়া বিভিন্ন টেকনোলজি বিষয়ক যে কোন তথ্য আপনারা আমাদের এই ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারেন।
Tags

Related Articles

Back to top button
Close