Transfer

কাতার ভিসা চেক অনলাইন ২০২৩

মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি উন্নত ও মুদ্রার দাম বেশি কাতারের। যার কারণে প্রতিবছর বিভিন্ন দেশ থেকে এদেশে মানুষ নিজেদের কর্মসংস্থানের উদ্দেশ্যে পাড়ি জমায়। আপনারা যারা কাতারের বিভিন্ন কাজে শ্রমিক হোক অথবা ইঞ্জিনিয়ার যেকোনো কাজের উদ্দেশ্যে যদি যেতে চান তাহলে আপনার জন্য ভিসা তৈরি করা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। বর্তমানে ডিজিটালে বাংলাদেশের সবকিছুই অনলাইন ভিত্তিক করা হচ্ছে যার কারণে কাতারের ভিসা চেক করার জন্য আপনি এখন অনলাইনের মাধ্যমে ঘরে বসে থেকে করতে পারছেন।

অনলাইনে খুব সহজে কাতার ভিসা চেক করা যায় অনলাইনে কিভাবে কাতার ভিসা চেক করবেন তার সংক্রান্ত সম্পূর্ণ গাইডলাইন আমাদের এই আর্টিকেলের মাধ্যমে জানানো হয়েছে। সুতরাং যারা কাতার ভিসা চেক করার জন্য অনলাইনে তথ্য খুঁজে চলেছেন তাদের জন্য এই পোষ্টটি খুব মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইল এবং ধাপগুলো যৌথভাবে করার চেষ্টা করুন।

অনলাইনে কাতার ভিসা চেক করার নিয়ম

বর্তমানে বাংলাদেশ থেকে কাতার যাওয়ার পারমিশন প্রদান করেছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় যার কারণে কাতারের সাথে বাংলাদেশের একটি বন্ধুসুলভ সম্পর্ক তৈরি হচ্ছে। আপনি যদি একজন শ্রমিক হিসেবে কাতারে যাতায়াত করতে চান তাহলে আপনার ভিসা করা জরুরি। আপনি যদি ভিসার জন্য আবেদন করে থাকেন কিন্তু এখন অব্দি আপনার হাতে ভিসা পৌঁছায়নি তাহলে আপনি অবশ্যই অনলাইনের মাধ্যমে তা চেক করতে চাইবেন।

Screenshot-2022-08-01-at-11-01-38-AM


Screenshot-2022-08-01-at-11-01-45-AM
Screenshot-2022-08-01-at-11-01-56-AM

  • অনলাইনে প্রথমে ভিসা চেক করার জন্য আপনাকে portal।moi।gov।qa এই লিংকে ক্লিক করুন অথবা গুগলের সার্চ বক্সে লিখে এন্টার প্রেস করুন।
  • আপনার সামনে একটি উইন্ডো ওপেন হবে।
  • উক্ত পেজের মধ্যে ইনকোয়ারি বাটনটি ক্লিক করলে আপনি সেখানে তথ্য খোঁজার অপশন খুজে পাবেন।
  • Visa Services অপশনে ক্লিক করুন।
  • এখানে ক্লিক করা মাত্রই Inquiry & Printing এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে।
  • পরবর্তী ধাপে আপনাকে দুটি অপশন দেয়া হবে এদের মধ্যে একটিতে আপনাকে ভিসার নম্বর যথাস্থানে প্রদান করতে হবে।
  • নিচের অংশে আপনি যে পাসপোর্ট নম্বর পেয়েছেন সে পাসপোর্ট নম্বরটি যথাযথভাবে লিখুন।
  • আপনি যদি ভিসা নাম্বার দিয়ে পাসপোর্ট বের করতে চান অথবা ভিসা চেক করতে চান তাহলে ভিসা নাম্বার ব্যবহার করুন এবং পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট নম্বর প্রদান করুন।
  • ন্যাশনালিটি লেখা ডান পাশের ঘরে ড্রপডাউন মেনু থেকে আপনার দেশ বাংলাদেশ নির্বাচন করুন।
  • সাবমিট অপশনে ক্লিক করুন।
  • নিচে থাকা ভেরিফিকেশন কোডটা দিয়ে খালি ঘর পূরণ করুন।
  • পরিশেষে আপনার কাজটি সম্পন্ন হয়েছে।

উপরের দেওয়া ধাপগুলো যদি আপনি যথাযথভাবে অনুসরণ করতে পারেন তাহলে স্বল্প সময়ের মধ্যেই ঘরে বসে থেকে কাতার ভিসা চেক করতে পারবেন। আপনার ভিসা সংক্রান্ত যাবতীয় তথ্য আপনার সামনে উপস্থিত হবে প্রয়োজনে এখান থেকে আপনি ভিসা প্রিন্ট করে নিতে পারবেন।

কাতার সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য যে কোন দেশের ভিসা চেক করার জন্য অনলাইনের মাধ্যমে খুব সহজেই ঘরে বসে থেকেছে করতে আমাদের অন্যান্য আর্টিকেলগুলো পড়তে পারেন। যদি কাতার ভিসা চেক করতে আপনার কোন ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে তা বলতে পারি না আমরা আপনাকে সমাধান করার চেষ্টা করব।

Related Articles

Back to top button
Close