Gadgets

ওয়ালটন গ্যাসের চুলার দাম ২০২৪ (আজকের মূল্য)

চুলা আমাদের কাছে একটি পরিচিত শব্দ। আমরা যে প্রতিদিন নানা রকমের খাবার খায় সেই খাবারগুলো তৈরি হয় চুলাতেই। তাই আমাদের মাঝে এমন কেউ নেই যে চুলা শব্দটার সাথে সম্পর্কিত নয়। আর সেই চুলা যদি হয় ওয়ালটন গ্যাসের চুলা তাহলে তো আর কথাই নেই। চুলা আমাদের সবার বাড়িতেই রয়েছে। খাবারের স্বাদ ঠিক রাখার জন্য রাইস কুকার ব্যবহার করে পাকের চেয়ে চুলায় পাক করাই উত্তম। 

আমাদের বাসা বাড়িতে চুল আর কোন বিকল্প নাই। আমরা গ্রামগঞ্জে বেশিরভাগেই মাটির চুলা এবং সিমেন্টের চুলা দেখতে পাই। তবে আধুনিক যুগের সাথে সবকিছু যেন আধুনিকতার ছোঁয়া পেয়েছে। এখন গ্রামগঞ্জেও আমরা বেশিরভাগ মানুষের বাড়িতে দেখি মাটির চুলার বদলে গ্যাসের চুলা রয়েছে। কিন্তু শহরের মধ্যে দেশিবিদেশি গ্যাসের চুলা বেশি দেখা যায়। 

আমাদের রুচিবোধ ও চাহিদার ওপর ভিত্তি করে নানা রকম দেশেবিদেশে গ্যাসের চুলার উৎপত্তি ঘটেছে। তবে ওয়ালটন গ্যাসের চুলা গুলো একটু বেশি ভালো হওয়ার কারণে বাজারে রয়েছে এর দারুন চাহিদা। আজকের আমাদের এই আর্টিকেলে আমরা আলোচনা করব ওয়ালটন গ্যাসের চুলার দাম সম্পর্কে বিস্তারিত সকল তথ্য গুলো।

বাজারে গেলে আমরা দেখতে পাই নানান রকমের দেশিবিদেশি গ্যাসের চুলা গুলো। বাজারে সাধারণত যেসব চুলা আমরা দেখি তার মধ্যে হল লোহার চুলা, টিনের চুলা, স্টিল কাচ ও মার্বেল পাথরের তৈরি চুলা। আবার এসবের মধ্যে রয়েছে ব্র্যান্ড  ও ননব্র্যান্ডেড চুলা। তবে ওয়ালটন দেশীয় কোম্পানির চুলার  মধ্যে অনেকটাই সেরা।

ওয়ালটন গ্যাসের অটো চুলা

যে চুলার বডি কাচ বা মার্বেল পাথর দিয়ে তৈরি এবং স্টার্টার ঘুরালে আগুন জলে এগুলো হল অটো চুলা। এগুলোর দাম সাধারণত চার হাজার থেকে 25 শো টাকা পর্যন্ত হয়। এই চুলা গুলোতে 2 থেকে 5 টি বার্নার থাকে।আপনি ঠিক যত বার্নার এর  চুলা নিতে চাইবেন আপনাকে ঠিক সেরকমই মূল্য দিতে হবে। বার্নার এর  সংখ্যার সাথে এগুলোর দামের তারতম্য হয়। এসব চুলার গ্যারান্টি এবং ওয়ারেন্টি দেওয়া হয়।

Screenshot-2022-06-09-at-8-14-46-PM


Screenshot-2022-06-09-at-8-14-53-PM
Screenshot-2022-06-09-at-8-15-03-PM
Screenshot-2022-06-09-at-8-15-07-PM
Screenshot-2022-06-09-at-8-15-13-PM
Screenshot-2022-06-09-at-8-15-20-PM
Screenshot-2022-06-09-at-8-15-26-PM

তবে কম দামেও বাজারে ওয়ালটন এর  চুলা পাওয়া যায়। বাসাবাড়িতে সাধারণত চুলা বেশি ব্যবহার করা হয়। এগুলো দিয়াশলাই দিয়ে আগুন জ্বালাতে হয়। এই চুলা গুলো লোহা বা স্টিলের তৈরি হয়। এগুলোর ওয়ান বার্নার এর দাম 300 থেকে 600 টাকা হয় এবং টু বার্নার এর দাম 600 থেকে তিন হাজার পর্যন্ত হয়ে থাকে।

Screenshot-2022-06-09-at-8-15-33-PM

Screenshot-2022-06-09-at-8-15-43-PM

নানান রকমের ওয়ালটনের গ্যাসের চুলার দাম

দেশি ব্র্যান্ডের ওয়ালটন কোম্পানির চুলা এখন নানান রকমের এবং নানান স্টাইলের বাজারে পাওয়া যাচ্ছে। আপনারা যারা ওয়ালটনের গ্যাসের চুলার দাম গুলো জানতে আগ্রহী রয়েছেন তারা অবশ্যই আমাদের ওয়েবসাইট বেশি বেশি ভিজিট করুন এবং আমাদের দেওয়া আর্টিকেলগুলো মনোযোগ সহকারে পড়ুন। 

Screenshot-2022-06-09-at-8-15-50-PM

Screenshot-2022-06-09-at-8-15-55-PM

Screenshot-2022-06-09-at-8-16-12-PM

ওয়ালটনের সিঙ্গেল বার্নার চুলা 1100 থেকে 2000 টাকার মধ্যে আপনারা চাইলে নিয়ে নিতে পারবেন। এবং ডাবল বার্নার চুলা 2100থেকে 4300 টাকার মধ্যে পেয়ে যাবেন। আবার গ্যাস স্টোভ সিঙ্গেল বার্নার 2000 থেকে 2200 টাকার মধ্যে পেয়ে যাবেন। গ্যাস অফ ডাবল বার্নার 3000 থেকে 4 300 টাকা পর্যন্ত মূল্যে পেয়ে যাবেন।

বেশিরভাগ  ওয়ালটন গ্যাসের চুলার 2 থেকে 5 বছরের ওয়ারেন্টি এবং গ্যারান্টি দেয়া থাকে। সাধারণত অটো চুলা তে থাকে নির্দিষ্ট মেয়াদে বিক্রয়োত্তর সেবা। তাই আপনারা যারা ওয়ালটন কোম্পানির গ্যাসের চুলা গুলো নিতে আগ্রহী হয়েছেন তাদেরকে বলব আপনারা নিশ্চিন্তে ওয়ালটন কোম্পানির গ্যাসের চুলা গুলো নিয়ে ব্যবহার করতে পারবেন। চুলগুলো ব্যবহার করার পর যদি কোন সমস্যা হয় তবে যেকোনো হার্ডওয়ারের দোকানে বা চুলার শোরুমে এসে ঠিক করে নিতে পারবেন। অথবা আপনি চুলার জিনিসপত্র কিনে চুলার যে কোন হার্ডওয়ারের দোকান থেকে বানিয়ে নিতে পারেন।

আশাকরি আমাদের আজকের এই অনুচ্ছেদ থেকে আপনারা জেনে নিতে পেরেছেন ওয়ালটন গ্যাসের চুলার দাম গুলো। আরও কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমাদের ওয়েবসাইট বেশি বেশি ভিজিট করবেন।

Tags

Related Articles

Back to top button
Close