Banking

আশা এনজিও লোন পদ্ধতি ২০২৪ লোন ফরম, আবেদন করার নিয়ম

বাংলাদেশে যে সকল বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে তাদের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় ও উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে আশা। আশা ব্যাংক হল একটি ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান যা আমাদের বাংলাদেশের জনগণকে ক্ষুদ্রঋণের মাধ্যমে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করে। এই এনজিওটি দীর্ঘ সময় ধরে বাংলাদেশের মানুষের আস্থা অর্জন করতে পেরেছে যার কারণে আমরা এনজিও বলতে কাকে বোঝায় থাকি।

আপনি যদি আসা এনজিও এর একজন সদস্য হয়ে থাকেন তাহলে আপনি হয়তো এই এনজিও সুবিধা অসুবিধা সম্পর্কে ইতিমধ্যে বুঝতে পেরেছেন। ঋণ নেওয়ার ক্ষেত্রে আমরা সাধারণত এনজিওর প্রতি বেশি গুরুত্ব আরোপ করি কেননা অনেক নিরক্ষর ব্যক্তি রয়েছেন যারা ব্যাংকের লেনদেন বুঝেন না যার কারণে তারা এনজিওর শরণাপন্ন হন এবং এখান থেকেই তারা ঋণ গ্রহণ করেন।

আশা এনজিও কর্তৃপক্ষ সর্বদা বাংলাদেশের গ্রাম অঞ্চলের মানুষের পাশে রয়েছে যার কারণে তারা গ্রামের প্রতিটি মানুষকে ঋণ দেওয়া প্রবণতা তৈরি করেছে। এ লক্ষ্যে আপনারা যারা আশা এনজিওতে লোন গ্রহণ করতে চান তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনাকে অবশ্যই তাদের লোন কিভাবে নিতে হয় তা সম্পর্কে জানতে হবে। আজকের আলোচনার ভিত্তিতে আমরা আশা এনজিও আশা ব্যাংক থেকে কিভাবে লোন গ্রহণ করতে হয় লোনের পরিমাণ কি এবং এ লোন কত কিস্তিতে শোধ করতে হবে তা সম্পর্কে বিস্তারিত সকল তথ্য উল্লেখ করা হলো।

আশা এনজিও লোন পদ্ধতি

আমরা ইতিমধ্যে আপনাদের জানিয়ে দিতে আসা গ্রাম হল একটি ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান জনগণকে ক্ষুদ্রঋণ প্রদান করে থাকে। 1978 সালে প্রতিষ্ঠিত হয় এবং এখানে 21 হাজার 422 জন কর্মচারী কর্মরত রয়েছেন। আশা এনজিও লোন পদ্ধতি সম্পর্কে জানার পূর্বে আপনাকে আশা ব্যাংক এর লোনের প্রকারভেদ সম্পর্কে জানতে হবে। আশা ব্যাংক ঋণ প্রদান করে থাকে।

ব্যাংক লোন পাওয়ার উপায়

  • আশা প্রাথমিক লোন
  • আশা বিশেষ লোন
  • আশা MSME লোন

আশা ব্যাংক লোন নেওয়ার জন্য কি কি কাগজপত্র প্রয়োজন?

  • প্রথমেই আপনাকে একটি আবেদন ফরম দেওয়া হবে যা যথাযথভাবে উপযুক্ত তথ্যের মাধ্যমে প্রয়োগ করতে হবে।
  • ফরম পূরণ করার সময় যে ব্যাক্তি লোন গ্রহণ করবে তার স্বাক্ষরসহ জমা দিতে হবে।
  • পাসপোর্ট সাইজের ছবি।
  • জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
  • আপনি যে অফিসে কর্মরত রয়েছেন সে অফিসে আপনার আইডি কার্ডের ফটোকপি।
  • সেলারি সার্টিফিকেট দেখাতে হবে।
  • বিদ্যুৎ বিল অথবা যে কোন বিলের কপি।
  • বিগত এক মাসের স্টেটমেন্ট।

আশা ব্যাংক প্রাথমিক লোন

  • এর মাধ্যমে আপনি এক বছরে 5 হাজার টাকা থেকে 99 হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন।
  • মোট ঋণের উপর সুদের হার বা ইন্টারেস্ট রেট আপনাকে 24% দিতে হবে।
  • IGA ওপর ভিত্তি করে 46 অথবা বারোমাসে জন্য আপনাকে লোন প্রদান করা হবে।

আশা ব্যাংক বিশেষ লোন

  • ঋণের ধরনের ওপর ভিত্তি করে 12, 18, 24 অথবা 30 মাসের জন্য আপনাকে লুল লোল প্রদান করা হবে।
  • ঋণের পরিমাণ এর উপর ইন্টারেস্ট রেট সুদের হার 24% প্রদান করতে হবে।

আশা ব্যাংক MSME লোন

  • ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সাধারণত এই লোন এর আওতাভুক্ত।
  • ঋণ গ্রহণ করার পর 6 থেকে 36 মাসের মধ্যে লোনের উপর ভিত্তি করে আপনাকে তা পরিশোধ করতে হবে।
  • ইন্টারেস্ট রেট সুদের হার 22%।

আপনার যে ধরনের লোন প্রয়োজন তার ওপর ভিত্তি করে নিকটস্থ আশা এনজিও শাখা উপশাখা অফিসের ম্যানেজারের সাথে সরাসরি যোগাযোগ করুন। যোগাযোগ করার সময় আপনি ওপরের অংশে যে সকল কাগজপত্র সংগ্রহ করে রাখতে বলা হয়েছে তা অবশ্যই সাথে নিয়ে যাবেন। আবেদন করার তিন মাসের মধ্যে আপনার লোগোটি প্রদান করা হবে।

Tags

Related Articles

Back to top button
Close